দেশ সবসময় ফেভারিট ছিল। আগের চারবার তো বাছাই পর্বে চ্যাম্পিয়নও হয়েছে। এবার অন্যতম ফেভারিট হলেও ফাইনালে উঠতে ব্যর্থ। তীব্র প্রতিদ্বন্দ্বিতা করে ৯ গোলের ম্যাচে হেরে বাংলাদেশ ফাইনালে উঠতে পারেনি। হেরেছে ৫-৪ গোলে।
এই বাছাই পর্ব থেকে দুই ফাইনালিস্ট ভারতের মূলপর্বে জায়গা পাবে। বাংলাদেশ হারায় ওমান ও চাইনিজ তাইপে ফাইনাল খেলবে। বাংলাদেশ এখন নিয়মরক্ষার তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে মুখোমুখি হবে কাজাখস্তানের।
ইন্দোনেশিয়ার জাকার্তায় আজ ৮ মিনিটে ওমান এগিয়ে যায়। ডান দিক থেকে আল নওফালি আক্রমণ থেকে দলকে এগিয়ে নেন।
৫ মিনিট পর সোহানুর রহমান সবুজের পেনাল্টি কর্নার থেকে করা গোলে বাংলাদেশ সমতায় ফিরে। ২৪ মিনিটে বাংলাদেশ ব্যবধান বাড়ায়। পেনাল্টি কর্নার থেকে আশরাফুল ইসলাম লাল সবুজ দলকে এগিয়ে নেন।
তিন মিনিট পর আল ফাজারি পেনাল্টি কর্নার থেকে গোল করে ওমানকে ম্যাচে ফিরিয়ে আনেন।
৩০ মিনিটে ওমান আবারও লিড নেয়। আল লাওয়াতি গোল করেন। পরের মিনিটে আল নওফালি গোল করে স্কোর লাইন ৪-২ করেন।
৩৮ মিনিটে বাংলাদেশ ওবায়দুল জয়ের গোলে স্কোর ৪-৩ করে।
তবে ৪৪ মিনিটে আল ফাজারির গোলে ওমান আবারও সাফল্য পায়। ৫৪ মিনিটে বাংলাদেশ চতুর্থ গোল করলেও হার এড়াতে পারেনি।