রবিবার ২৭ এপ্রিল ২০২৫ ১৪ বৈশাখ ১৪৩২
রবিবার ২৭ এপ্রিল ২০২৫
পাকিস্তান-ভারতের মধ্যে আজও পাল্টাপাল্টি গুলিবিনিময়
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শনিবার, ২৬ এপ্রিল, ২০২৫, ৬:৩০ PM
ভারত ও পাকিস্তানের মধ্যে দ্বিতীয় দিনের মতো গোলাগুলির ঘটনা ঘটেছে। সম্পর্ক অবনতির দিকে যাওয়ার মধ্যে কাশ্মীরের পেহেলগামে জঙ্গি হামলায় ২৬ পর্যটক নিহত হওয়ার ঘটনাকে কেন্দ্র করে শনিবার (২৫ এপ্রিল) টানা দ্বিতীয় দিনের মতো দুই দেশের সেনাবাহিনী গুলিবিনিময় করেছে। ফলে দুই দেশের মধ্যে চলমান উত্তেজনা আরও বাড়ছে। 

ভারতীয় সেনাবাহিনী জানিয়েছে, শুক্রবার রাত ১২টার দিকে ভারত-পাকিস্তান নিয়ন্ত্রণরেখার একাধিক পয়েন্টে পাকিস্তানি বাহিনীর সেনা চৌকি থেকে ‘উসকানিমূলক’ হালকা আগ্নেয়াস্ত্র দিয়ে গুলি চালানো হয়। জবাবে পাল্টা গুলি ছোড়ে ভারতীয় বাহিনী।

সেনাবাহিনী আরও জানিয়েছে, বৃহস্পতিবার রাতেও পাকিস্তানি সেনারা বিচ্ছিন্নভাবে গুলি চালিয়েছিল। তবে ভারতীয় পক্ষ থেকে কোনও হতাহতের খবর পাওয়া যায়নি।

অবশ্য পাকিস্তানি সেনাবাহিনীর পক্ষ থেকে এ বিষয়ে এখনও কোনো মন্তব্য আসেনি।

কাশ্মির পুলিশের বরাতে জানা গেছে, ২২ এপ্রিলের ওই হামলায় তিনজন সন্দেহভাজনের নাম চিহ্নিত করা হয়েছে। তাদের মধ্যে দুজন পাকিস্তানি নাগরিক। পাকিস্তান এই হামলায় জড়িত থাকার বিষয়টি অস্বীকার করেছে। এছাড়া তাদের প্রতিরক্ষামন্ত্রী আন্তর্জাতিক তদন্তের দাবি জানিয়েছেন।

হামলার পর ভারত ও পাকিস্তান একে অপরের বিরুদ্ধে বেশ কিছু কঠোর পদক্ষেপ নেওয়া হয়েছে। পাকিস্তান তাদের আকাশসীমা ভারতীয় বিমানের জন্য বন্ধ করে দিয়েছে। ভারত ১৯৬০ সালে স্বাক্ষরিত সিন্ধু পানি বণ্টন স্থগিত করার ঘোষণা দিয়েছে।
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত