রবিবার ২৭ এপ্রিল ২০২৫ ১৪ বৈশাখ ১৪৩২
রবিবার ২৭ এপ্রিল ২০২৫
পানের বরজে ঝুলছিল নিখোঁজ যুবকের মরদেহ
রাজশাহী প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২৬ এপ্রিল, ২০২৫, ৭:২০ PM
রাজশাহীর দুর্গাপুরে নিখোঁজের একদিন পর পান বরজ থেকে রাসেল মোল্লা (২৫) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (২৬ এপ্রিল) সকালে উপজেলার শ্যামপুর এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত রাসেল মোল্লা শ্যামপুর গ্রামের নাছের মোল্লার ছেলে। তার স্বজনদের দাবি, তাকে পরিকল্পিতভাবে হত্যা করে মরদেহ পান বরজে ঝুলিয়ে রাখা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, রাসেল মোল্লার নিজের একটি পান বরজ রয়েছে। তবে তার মরদেহ উদ্ধার করা হয়েছে চাচা আব্বাস মোল্লার বরজ থেকে। শুক্রবার সন্ধ্যার পর থেকে নিখোঁজ ছিলেন রাসেল। খোঁজাখুঁজির পর শনিবার সকালে পান বরজে তার মরদেহ পাওয়া যায়। মরদেহের গলায় রশি বাঁধা অবস্থায় ছিল, যা বরজের ছাউনির বাঁশের সঙ্গে বাঁধা ছিল।

রাসেলের চাচাতো ভাই রিপন মোল্লা বলেন, রাসেল ছিল শান্ত-সুবোধ ছেলে। কোনো শত্রুতা ছিল না। আমরা বিশ্বাস করি তাকে হত্যা করা হয়েছে। দ্রুত হত্যাকারীদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি।

স্থানীয় ইউপি সদস্য আমজাদ হোসেন বলেন, রাসেলের পরিবার খুবই সাদাসিধে। এমন একটা নির্মম ঘটনার খবর পেয়ে পুরো এলাকাই হতবাক।

এ বিষয়ে দুর্গাপুর থানার ওসি দুরুল হোদা বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট আসার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। পাশাপাশি ঘটনাটি আমরা গুরুত্বের সঙ্গে তদন্ত করছি।
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত