ফরজাদ হোসেন সজিব নামে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারেএক স্বেচ্ছাসেবক লীগ কর্মীর মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার কারাগার থেকে অ্যাম্বুলেন্সে করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার ইকবাল হোসেন বলেন, কারাগারে হঠাৎ বুকে ব্যথার কথা জানালে দ্রুত আসামি ফরজাদ হোসেনকে চমেক হাসপাতালে পাঠানো হয়। হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক পরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করেন। হাসপাতাল থেকে দেওয়া মৃত্যুসনদে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন বলে উল্লেখ করা হয়েছে।
জেল সুপার ইকবাল হোসেন আরও বলেন, কারাগারে কোনো মারামারির ঘটনা ঘটেনি। তিনি যে ওয়ার্ডে থাকতেন সেখানে গিয়ে সরেজমিন তদন্ত করেও মারামারি করার কোনো সত্যতা পাইনি। পরিবারের সদস্যরা তার মৃত্যুর কারণ হিসেবে যে দাবি করেছেন সেটা অমুলক। আসামি ফরজাদ হঠাৎ অসুস্থ হয়ে মারা গেছেন।
সজিবের স্ত্রীর বড়ভাই সোহেল বলেন, সকাল সাড়ে ১১টার দিকে কারাগার থেকে একটি নম্বরে ফোন করে সজিবের সঙ্গে গোসল করার সময় পানি নিয়ে মারামারি হওয়ার কথা বলা হয়। তাই তাকে বর্তমান ওয়ার্ড থেকে অন্য ওয়ার্ডে বদলির কথা বলে ২০ হাজার টাকা দাবি করেন। তার ২০ মিনিট পরে আরেক নম্বর থেকে ফোন করে সজিব হঠাৎ অসুস্থ হয়েছে জানিয়ে দ্রুত স্বজনদের চমেক হাসপাতালে যাওয়ার জন্য বলা হয়। হাসপাতালে গিয়ে সজিবের শরীরের মধ্যে মারধরের চিহ্ন দেখতে পেয়েছি। তার হৃদরোগে মৃত্যু হতে পারে না।
কারাসূত্রে জানা গেছে, চট্টগ্রাম নগরের কোতোয়ালী থানার ডাকাতিচেষ্টা মামলায় গ্রেপ্তার হয়ে গত ২৭ মার্চ আদালত আসামি ফরহাদকে কারাগারে পাঠায়। তারপর থেকে তিনি কারাগারের কারাগারে যমুনা ভবনের ৭ নম্বর ওয়ার্ডে থাকতেন।