সমকামিতার অভিযোগে চাঁদপুরে এক মুসলিম ও এক হিন্দু কিশোরীকে পুলিশের হাতে সোপর্দ করেছেন অভিভাবকরা।
আজ শনিবার (২৬ এপ্রিল) সকালে তাদের চাঁদপুরের ফরিদগঞ্জ থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়।
কিশোরীরা হলেন, চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার বালিথুবা পশ্চিম ইউনিয়নের ইউসুফ মিয়ার মেয়ে রিতু (১৫) ও গোপালগঞ্জের কোটালিপাড়ার অনিল এর মেয়ে আরোহি (১৬)।
কিশোরীদের পরিবার সূত্রে জানা গেছে, চলতি বছরের জানুয়ারি মাসে টিকটকের মাধ্যমে তাদের পরিচয় হয়। পরে একে অপরের বাড়িতে আসা-যাওয়া ও ভাববিনিময় হয়। একপর্যায়ে গতকাল শুক্রবার মুসলিম ওই কিশোরী গোপালগঞ্জে গিয়ে হিন্দু কিশোরীকে তাদের বাড়িতে নিয়ে আসে।
কিশোরীরা জানায়, আবেগের বশে নয় বরং মন থেকে একে অপরের প্রতি ভালোলাগা থেকে ভালোবাসা ও অবশেষে চলতি মাসের ১৭ তারিখে তারা বিয়ে করেন। তবে বিয়ের কোনো প্রমাণপত্র দেখাতে পারেননি তারা।
সমকামিতার ঘটনা প্রকাশ হয়ে যাওয়ার পর রিতুর পরিবার শনিবার আরোহি ও রিতুকে ফরিদগঞ্জ থানা পুলিশের কাছে সোপর্দ করে।
ফরিদগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহ্ আলম বলেন, আরোহী নামের মেয়েটি হারিয়ে যাওয়ার জিডির সূত্র ধরে পুলিশ তাকে উদ্ধার করে।