রবিবার ২৭ এপ্রিল ২০২৫ ১৪ বৈশাখ ১৪৩২
রবিবার ২৭ এপ্রিল ২০২৫
সিরাজগঞ্জে ১০ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে যুবককে গণধোলাই
সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২৬ এপ্রিল, ২০২৫, ৯:৩৫ PM
সিরাজগঞ্জের বেলকুচিতে ১০ বছরের মেয়ে শিশুকে ধর্ষণের চেষ্টায় আজমির হোসেন (৩০) নামের এক যুবককে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা। শনিবার (২৬ এপ্রিল) সকাল ৮ টার দিকে বেলকুচি পৌরসভায় এ ঘটনা ঘটে। 

ভুক্তভোগী পরিবার ও পুলিশ জানায়, আজ সকালে চালা পতেঙ্গা মসজিদ এলাকার সামনে বনের ভিতর একটা মেয়ের চিৎকারের শব্দ শুনতে পায় স্থানীয়রা। এরপর তারা ঘটনাস্থলে এগিয়ে গেলে দেখতে পায় ওই শিশুকে আজমির জোর পূর্ব ধর্ষণের চেষ্টা করছে। এসময় তারা মেয়েটিকে তার কাছে থেকে উদ্ধার করেন। এই খবর ছড়িয়ে পড়লে স্থানীয়রা তাকে গণধোলাইয় দেয়। পরে পুলিশ বিক্ষুব্ধ জনতার হাত থেকে উদ্ধার করে থানায় নেয়।

স্থানীয়রা জানান, বখাটে আজমির ইতিপূর্বে ধর্ষণের দায়ে কারাগারে ছিল। সে স্থানীয় কিছু প্রভাবশালীর সহযোগিতায় নানান অপকর্ম করেও পার পেয়ে যায়। এ ঘটনায় তার উপযুক্ত শাস্তি দাবি করেন তারা।

বেলকুচি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) আব্দুল বারিক এ ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি জানান,গণধোলাইয়ের খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত যুবককে আহত অবস্থায় উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেয়া হচ্ছে। সেই সঙ্গে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে তিনি জানান। 

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত