যশোরে হেরোইন রাখার মামলায় মাদক ব্যবসায়ী তাজেম ওরফে তাইজেলকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। রোববার অতিরিক্ত জেলা ও দায়রা জজ জয়ন্ত রানী দাস এ রায় দেন। একই সঙ্গে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।
তাইজেল যশোর শহরের বেজপাড়ার মৃত শাহেদ আলী মৃধার ছেলে। রায় ঘোষণার সময় তিনি পলাতক ছিলেন।
২০১৫ সালের ২৫ নভেম্বর রাতে চাঁচড়া চেকপোস্ট এলাকায় তল্লাশির সময় পুলিশ তার কাছ থেকে ওয়ান শুটারগান ও ২০০ গ্রাম হেরোইন উদ্ধার করে। এ ঘটনায় কোতোয়ালি থানায় অস্ত্র ও মাদক আইনে মামলা হয়। সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে মাদক মামলায় তাকে দোষী সাব্যস্ত করা হয়।