সোমবার ২১ এপ্রিল ২০২৫ ৮ বৈশাখ ১৪৩২
সোমবার ২১ এপ্রিল ২০২৫
নিউজিল্যান্ডগামী পর্যটকদের জন্য সুখবর
অনলাইন ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ৩ ফেব্রুয়ারি, ২০২২, ২:০৩ PM আপডেট: ০৩.০২.২০২২ ২:০৮ PM

নিউজিল্যান্ড দক্ষিণ-পশ্চিম প্রশান্ত মহাসাগরের ওশেনিয়া অঞ্চলে অবস্থিত একটি দ্বীপরাষ্ট্র। মানচিত্রে এটি মহাদেশীয় রাষ্ট্র অস্ট্রেলিয়ার কাছাকাছি অবস্থিত বলে মনে হলেও প্রকৃতপক্ষে এটি অস্ট্রেলিয়া থেকে দক্ষিণ-পূর্বে ২০০০ কিলোমিটার দূরত্বে তাসমান সাগরে অবস্থিত। ভৌগোলিকভাবে বিচ্ছিন্ন দেশ নিউজিল্যান্ডের প্রতিবেশী রাষ্ট্রের মধ্যে ফিজি, টোঙ্গা এবং নুভেল কালেদোনি উল্লেখযোগ্য। নিউজিল্যান্ড একটি উন্নত দেশ। প্রায় দুই বছর ধরে নিউজিল্যান্ডের সীমান্ত বন্ধ থাকার পর এবার পর্যটকদের জন্য সুখবর আসছে।

দেশটির প্রধানমন্ত্রী জেসিন্ডা আরডার্ন বলেছেন, ‌‘অস্ট্রেলিয়ায় অবস্থানরত নিউজিল্যান্ডের নাগরিকরা আগামী ২৭ ফেব্রুয়ারি থেকে দেশে ফিরতে পারবেন। আর আগামী ১৩ মার্চ থেকে অন্য সব দেশে অবস্থানরত টিকা নেওয়া নাগরিকরা নিউজিল্যান্ডে ফিরতে পারবেন। দেশে ফিরে যাওয়ার পর সবাইকে ১০ দিন কোয়ারেন্টাইনে থাকতে হবে।’

জেসিন্ডা আরডার্ন বলেছেন, ‘আমরা করোনা মোকাবিলার লক্ষ্যেই আছি। তবে আমরা এখনই কড়াকড়ি থেকে পুরোপুরি সরে আসছি না।’

নিউজিল্যান্ড সরকারের এই পরিকল্পনায় পাঁচটি ধাপ রয়েছে।

১. প্রথমে ২৭ ফেব্রুয়ারি থেকে অস্ট্রেলিয়ায় বসবাসরত টিকা নেওয়া নিউজিল্যান্ডের নাগরিকরা ফিরতে পারবেন।
২. ১৩ মার্চ থেকে অস্ট্রেলিয়া বাদে অন্য সব দেশের লোক ফিরতে পারবে। এই ধাপে গুরুত্বপূর্ণ ও দক্ষ বিদেশি কর্মীরাও নিউজিল্যান্ডে যেতে পারবেন।
৩. ১২ এপ্রিল থেকে বিদেশি পাঁচ হাজার শিক্ষার্থী দেশটিতে যেতে পারবেন।  
৪. জুলাইয়ের পর থেকে পর্যটকরা ভিসা ফ্রি প্রক্রিয়ায় নিউজিল্যান্ডের যে কোনো স্থানে যেতে পারবেন।
৫. অক্টোবর থেকে পর্যটক, শিক্ষার্থীসহ যে কেউ দেশটিতে স্বাভাবিক সময়ের মতো ভিসার আবেদন করতে পারবে।

করোনা শুরুর পর থেকে নিউজিল্যান্ডে এ পর্যন্ত ১৭ হাজার জন সংক্রমিত হয়েছে। মারা গেছে ৫৩ জন। ১২ বছরের উপরে এমন ৯৪ শতাংশ নাগরিককে পুরোপুরি টিকার আওতায় এনেছে দেশটিতে। আর বুস্টার ডোজ (তৃতীয় ডোজ) নিয়েছে ৫৬ শতাংশ নাগরিক।  

এদেশের পরিবেশ এবং প্রাণীকুল বৈচিত্র্যময় ও অনন্য প্রকৃতির। মনুষ্যবসতি প্রতিষ্ঠার পূর্বে এখানে প্রচুর স্থানীয় পাখি ছিল যার মধ্যে অনেক প্রজাতিই জনসংখ্যা বৃদ্ধির সাথে সাথে ক্রমান্বয়ে বিলুপ্ত হয়ে গেছে। দীর্ঘ চঞ্চুবিশিষ্ট কিন্তু উড়তে অক্ষম কিউই নামের একটি পাখি কেবল নিউজিল্যান্ডেই দেখতে পাওয়া যায়। কিউই পাখি নিউজিল্যান্ডের একটি জাতীয় প্রতীক। এমনকি নিউজিল্যান্ডের অধিবাসীদেরকেও মাঝে মাঝে প্রচারমাধ্যমে "কিউই" নামে ডাকা হয়।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত