টাঙ্গাইলের ভূঞাপুরে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ময়মনসিংহের কৃষি সম্প্রসারণ শিক্ষা বিভাগের শিক্ষার্থীদের মাঠ সফর অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৩১ জুলাই) সকালে কৃষি সম্প্রসারণ শিক্ষা বিভাগ, ময়মনসিংহের উদ্যোগে উপজেলা মিলনায়তনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এসময় বিএসসি, এজি, (অনার্স) লেভেল-৪ সেমিস্টার (জানুয়ারি -জুন/২০২১) এর শুভ উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোছা: নার্গিস বেগম।
এসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর মো. হাম্মাদুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ ড.মো. হুমায়ুন কবির, সমাজসেবা কর্মকর্তা শহীদুজ্জামান মাহমুদ, ভূঞাপুর প্রেসক্লাবের সভাপতি শাহ আলম প্রামানিক, প্রাণী সম্পদ কর্মকর্তা স্বপন চন্দ্র দেবনাথ প্রমুখ।
-বাবু/ফাতেমা