টাঙ্গাইলের কালিহাতী শাজাহান সিরাজ কলেজের ৪৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন ও রাবেয়া সিরাজ একাডেমিক ভবন উদ্বোধন করা হয়েছে।
এ উপলক্ষে রবিবার (৩১ জুলাই) সকাল ১১ টায় কালিহাতী শাজাহান সিরাজ কলেজের রাবেয়া সিরাজ একাডেমিক ভবনে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালী বক্তব্য রাখেন, কালিহাতী শাজাহান সিরাজ কলেজ পরিচালনা পরিষদের দাতা সদস্য ও শাজাহান সিরাজের সহধর্মিণী রাবেয়া সিরাজ।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, কালিহাতী শাজাহান সিরাজ কলেজ পরিচালনা পরিষদের সভাপতি ও শাজাহান সিরাজের কন্যা ব্যারিস্টার সারওয়াত সিরাজ (শুল্কা)।
এসময় কালিহাতী শাজাহান সিরাজ কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. গোলাম আম্বিয়া সিদ্দিকীর সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, কালিহাতী শাজাহান সিরাজ কলেজের প্রতিষ্ঠাকালীন সদস্য বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার আব্দুল হালিম মিঞা, কালিহাতী শাজাহান সিরাজ কলেজের প্রস্তাবক কায়কোবাদ সিদ্দিকী কবির, আলাউদ্দিন সিদ্দিকী মহাবিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মজিবর রহমান, গান্ধিনা লায়ন ফেরদৌস আলম ফিরোজ কলেজের অধ্যক্ষ শাজাহান কবির, কালিহাতী আর এস সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমান তালুকদার, কলেজ পরিচালনা পরিষদের সদস্য জহুরুল হক বাদল প্রমুখ।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা শেখ শফিকুল ইসলাম, বীরমুক্তিযোদ্ধা মফিজ উদ্দিন তালুকদার, বীর মুক্তিযোদ্ধা আ. করিম, কালিহাতী শাহজাহান সিরাজ কলেজ পরিচালনা পরিষদের সাবেক সদস্য তাছির আহমেদ খান, সাবেক শিক্ষক আ. হালিম, কলেজ পরিচালনা পরিষদের সদস্য ডা. মিরুফা তাজনিন সুমি ও শিক্ষক প্রতিনিধি রশিদুল ইসলাম রতন প্রমুখ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, কালিহাতী শাহজাহান সিরাজ কলেজের প্রভাষক তারিকুল ইসলাম।
-বাবু/ফাতেমা