সিরাজগঞ্জ জেলা পুলিশের সাইবার ক্রাইম ইউনিট উদ্ধারকৃত ১০টি মোবাইল ফোন প্রকৃত মালিককে হস্তান্তর করলো।
বিভিন্ন সময়ে হারিয়ে যাওয়া ১০টি মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকের নিকট হস্তান্তর করেছে জেলা পুলিশের সাইবার ক্রাইম ইউনিট। রবিবার (৩১ জুলাই) দুপুর ১২টায় পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন আনুষ্ঠানিকভাবে প্রকৃত মালিকদের এ সকল বিভিন্ন ব্র্যান্ডের মোবাইল ফোন বুঝিয়ে দেন পুলিশ সুপারের পক্ষে অতিরিক্ত পুলিশ সুপার মো. নূর আলম সিদ্দিকী।
এসময় জেলা পুলিশের বিভিন্ন পদ মর্যাদার কর্মকর্তাগণ সহ মোবাইল ফোন হারানো ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
-বাবু/ফাতেমা