মঙ্গলবার ২২ এপ্রিল ২০২৫ ৯ বৈশাখ ১৪৩২
মঙ্গলবার ২২ এপ্রিল ২০২৫
ডোমারে আওয়ামীলীগের ত্রি বার্ষিক সন্মেলন
সভাপতি মনোয়ার, সম্পাদক মনজু
রতন কুমার রায়, ডোমার (নীলফামারী) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১ আগস্ট, ২০২২, ১২:৪১ PM
দীর্ঘ নয় বছর পর নীলফামারীর ডোমার উপজেলা আওয়ামীলীগের ত্রি বার্ষিক সন্মেলন অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রিয় আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক (রংপুর বিভাগের দায়িত্বপ্রাপ্ত) শাখায়াত হোসেন শফিক।

রবিবার (৩১ জুলাই) ডোমার ডিগ্রী মহিলা কলেজ মাঠে সন্মেলনের আয়োজন করে উপজেলা আওয়ামীলীগ। নীলফামারী জেলা আওয়ামীগের সভাপতি দেওয়ান কামাল আহমেদ সন্মেলনের উদ্বোধন করেন। উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক মনজুরুল হক চৌধুরীর সঞ্চালনায় ও সভাপতি খায়রুল আলম বাবুলের সভাপতিত্বে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মমতাজুল হক।

এছাড়াও বিশেষ অতিথি হিসেবে নীলফামারী-১ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আফতাব উদ্দিন সরকার, সাবেক সংসদ সদস্য হোসনে আরা লুৎফা ডালিয়া , সফুরা বেগম রুমি প্রমূখ উপস্থিত ছিলেন।

প্রথম অধিবেশন শেষে উপজেলা আওয়ামীগের কমিটি বিলুপ্ত ঘোষনা করেন জেলা আওয়ামীলীগ। সেখানে উপজেলা আওয়ামীগের পদ প্রত্যাশীদের জীবন বৃত্তান্ত (সিভি) জমা নেয় অতিথি বৃন্দ। এতে সভাপতি পদে ৭জন ও সাধারন সম্পাদক পদে ১২জন তাদের সিভি জমা দেয়। জেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দ ও অতিথিবৃন্দ নীলফামারী সার্কিট হাউজে দ্বিতীয় অধিবেশনে বসে। সেখানে দীর্ঘ সময় পদ প্রত্যাশীদের সাক্ষাতকার নেওয়া হয়। সাক্ষাৎকার শেষে প্রহেলা আগষ্ট রাত পনে তিনটায় ১৯ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষনা দেন। কমিটিতে সভাপতি পদে এ্যাড মনোয়ার হোসেন, সাধারন সম্পাদক মনজুরুল হক চেীধুরী ও সাংগঠনিক সম্পাদক পদে গনেশ কুমার আগরওয়ালার নাম ঘোষনা করেন প্রধান অতিথি।

এছাড়াও সহ সভাপতি মশিউর রহমান, আলহাজ্ব করিমুল ইসলাম, আরমিন আক্তার, নুরুল আমিন, যুগ্ন সাধারন সম্পাদক সহীদ আহমেদ শান্তু, আব্দুল মালেক, আসমা সিদ্দিকা বেবী, সাংগঠনিক সম্পাদক মতিউর রহমান রুবেল, মন্জুরুল ইসলাম নাহিদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক মাসুম আহমেদ, দপ্তর সম্পাদক সাজ্জাদুল ইসলাম শুভ, সমাজ কল্যান সম্পাদক রাসেল রানা, শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক মজিনুর রহমান মজনু, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক শিল্পী আক্তার বানু, যুব ও ক্রিড়া বিষয়ক সম্পাদক শাহাদ শাহীন, এবং এক নং কার্য নির্বাহী সদস্য খায়রুল আলম বাবুলের নাম ঘোষনা দিয়ে কমিটি অনুমোদন দেওয়া হয়। এবং শোকাবহ আগস্ট মাস পরে পূর্নাঙ্গ কমিটি করার নির্দেশ প্রদান করেন কমিটি অনুমোদনকারী নেতৃবৃন্দ।

-বাবু/শোভা
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত