চলমান দ্বন্দের অবসান ঘটিয়ে ৯ বছর পর নতুন নেতৃত্ব পেল ডোমার উপজেলা আওয়ামী লীগ ত্রি-বার্ষিক সম্মেলনে। যার ফলে দল আরো শক্তিশালী ও গতি ফিরে পেল। দীর্ঘদিন ধরে ডোমার উপজেলা আওয়ামী লীগ সভাপতি অধ্যাপক খায়রুল আলম বাবুল ও সাধারণ সম্পাদক তোফায়েল আহম্মেদের মধ্যকার চলমান দ্বন্দে শুধু দলীয় নেতা কর্মী নয় দ্বিধা বিভক্ত হয়ে পড়েছিল স্থানীয় মুক্তিযোদ্ধারাও। নীলফামারী আওয়ামী লীগের জেলা সভাপতি দেওয়ান কামাল আহম্মেদ ও সাধারণ সম্পাদক এ্যাডভোকেট মমতাজুল হক এর চৌকস দক্ষতায় সকল দ্বন্দের অবসান ঘটিয়ে প্রাণ ফিরে পেল ডোমার উপজেলা আওয়ামীলীগ।
গতকাল রবিবার (৩১জুলাই) ডোমার উপজেলা আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে অধ্যাপক খায়রুল আলম বাবুল এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাখাওয়াত হোসেন শফিক। বিশেষ অথিতি এ্যাডভোকেট হোসনে আরা লুৎফা ডালিয়া, সাবেক এমপি ও কার্যকরী সদস্য বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় কমিটি, এ্যাড. সফুরা বেগম রুমি সাবেক এমপি ও কার্যকরী সদস্য বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় কমিটি, ডিমলা-১ আসনের সংসদ সদস্য আফতাব উদ্দিন সরকার এমপি।
ত্রি-বার্ষিক সম্মেলনের দ্বিতীয় পর্যায়ে জেলা আওয়ামী লীগ ও কেন্দ্রীয় আওয়ামীলীগ নেতৃবৃন্দের সমন্বয়ে সকল দিক বিচেনা করে সার্বিক বাস্তবতা উপলব্ধি করে রবিবার রাতে ডোমার উপজেলা আওয়ামী লীগের আংশিক সাংগঠনিক কমিটি আগামী তিন বছরের জন্য ঘোষণা করেন। সভাপতি মোঃ মনোয়ার হোসেন ও মোঃ মনজুরুল হক চৌধুরীকে সাধারণ সম্পাদক ঘোষণা করে ১৭ সদস্য আংশিক কমিটি ঘোষণা করা হয়। আরো উল্লেখ থাকে শোকাবহ আগষ্ট মাসের শেষে আগামী ০১ (এক) মাসের পরে কমিটি পূর্নাঙ্গ করে জেলা আওয়ামীলীগের নিকট জমা দেওয়ার নিদের্শ প্রদান করেন। আরোও উল্লেখ থাকে ১নং সদস্য এবং জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হিসাবে অধ্যাপক খায়রুল আলম বাবুলকে ঘোষণা করা হইলো।
-বাবু/শোভা