প্লাবন ভূমিতে মাছ চাষে বাংলাদেশ মডেল কুমিল্লার দাউদকান্দি উপজেলা। এ উপজেলার মৎস্য শিল্পকে আরো উন্নত করতে এবং চাষীদের বিভিন্ন সমস্যার কথা জানতে মতবিনিময় করেছে কৃষি ব্যাংক কর্মকর্তারা।
দাউদকান্দির ধীতপুর একটি মৎস্য প্রকল্পের অফিসে বাংলাদেশ কৃষি বাংক দাউদকান্দি শাখার উদ্যোগে শনিবার মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, বাংলাদেশ কৃষি ব্যাংক পরিচালনা পরিষদের চেয়ারম্যান মোঃ নাসিরুজ্জাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ব্যাংকের জিএম মো. গোলাম আরিফ, ডিজিএম হাৎয়াত মাহমুদ।
কৃষি ব্যাংক দাউদকান্দি শাখার ব্যাবস্থাপনা পরিচালনা মো. জামাল উদ্দিনের সভাপতিত্বে চাষীদের মধ্যে বক্তব্য রাখেন, মৎস্য উৎপাদনে কুমিল্লায় তিনবারের শ্রেষ্ঠ পুরস্কার প্রাপ্ত হাজ্বী আলী আহম্মেদ মিয়াজী, মোস্তফা ফারুক পিন্টু, মহসিন আহমেদ, মাহাবুব আলম সবুজ, ইকরামুল করিম অপু, জাহাঙ্গীর আলম, মোস্তফা জামাল প্রমূখ। এসময় বিভিন্ন মৎস্য চাষ প্রকল্পের পরিচালকগণ উপস্থিত ছিলো।
সভায় দাউদকান্দি প্লাবন ভূমি মডেল নিয়ে বিশেষ আলোচনা করা হয় এবং চাষীদেরকে সহজ শর্তে ব্যাংক লোন দিতে চেয়ারম্যান নিকট বলা হয়। চেয়ারম্যান চাষীদেরকে আস্বস্থ করে বলেন, মৎস্য শিল্পকে বাঁচিয়ে রাখতে কৃষি ব্যাংক পাশে থাকবে। আমরা এখানকার চাষীদেরকে সহজ শর্তে লোন দেয়ার ব্যবস্থা করবো। সেই সাথে চাষীদের সুবিধার জন্য উপজেলার ইলিয়টগঞ্জ বাজার অথবা রাইপুর স্টেসনে একটি নতুন শাখার উদ্বোধন করা হবে। আমরা চাই এখানকার মৎস্য উৎপাদন আরো বেগবান হউক।
-বাবু/ফাতেমা