মেহেরপুরের গাংনীতে রঙ্গিলা খাতুন (৩৫) নামের এক নারীকে ধারালো হাসুয়া দিয়ে কুপিয়ে হত্যা করেছে বাদশা মিয়া (২৫) নামে তার জামাতা। এ ঘটনায় আহত হয়েছে বাদশার স্ত্রী রিনি (২২)। সে স্থানীয় একটি ক্লিনিকে চিকিৎসাধীন রয়েছে। শাশুড়ীকে হত্যা এবং স্ত্রীকে মারধরের পর পালিয়ে গেছে বাদশা। মঙ্গলবার সকাল ১০ টার দিকে মেহেরপুরের গাংনী উপজেলার করমদী গ্রামে এ ঘটনা ঘটে।
পারিবারিক কলহের জেরে এ হত্যা কান্ড ঘটেছে বলে ধারণা করছে এলাকাবাসী। নিহত রঙ্গিলা খাতুন করমদী গ্রামের সৌকত আলীর স্ত্রী।
হত্যাকারী বাদশা মিয়া (২৫) একই গ্রামের রবিউল ইসলামের ছেলে এবং শশুরবাড়ি ঘর জামাই থাকত। গাংনী থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশ উদ্ধার করেছে এবং পলাতক বাদশাকে আটকের চেষ্টা চলছে বলে জানিয়েছে ওসি আব্দুর রাজ্জাক।
-বাবু/শোভা