মঙ্গলবার ২২ এপ্রিল ২০২৫ ৯ বৈশাখ ১৪৩২
মঙ্গলবার ২২ এপ্রিল ২০২৫
বারহাট্টা উপজেলায় পল্লী বিদ্যুতের অবৈধ সংযোগ, অভিযোগেও মিলছে না প্রতিকার
সোহেল খান দূর্জয়, নেত্রকোনা প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২৩ আগস্ট, ২০২২, ২:৪৪ PM

নেত্রকোনার বারহাট্টা উপজেলায় পল্লী বিদ্যুতের অবৈধ সংযোগে সেচপাম্প বসিয়েছেন অনেকেই তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে, সরেজমিনে গিয়ে দেখা গেছে এমনেই চিত্র। দীর্ঘদিন ধরে এই উপজেলায় অবৈধ সংযোগ ব্যবহার করে আসছেন সাতটি ইউনিয়নের প্রায় ২০০ জন গ্রাহক।

নাম প্রকাশ না করা সর্তে সিংধা ইউনিয়নের এক ব্যক্তি বলছেন, আমাদের ইউনিয়নের কয়েকটি গ্রামে অবৈধ পল্লী বিদ্যুতের সংযোগে ভরপুর, সরেজমিনে গেলেই আপনারা তা দেখতে পারবেন, তাদের গ্রামে অনেকেই অবৈধ সংযোগে ঘরের কাজ, অটোরিকশার চার্জ ও সেচপাম্প চালাচ্ছেন।

তিনি বলেন, এ বিষয়ে পল্লী বিদ্যুৎ অফিস থেকে কোনো ব্যবস্থা নেয়া হয় না। যখন সবাই অবৈধ সংযোগ ব্যবহার বন্ধ করবে, তখন দেশের বিদ্যুৎ সাশ্রয় হবে।

বারহাট্টা উপজেলার আসমা ইউনিয়নের উজানগাঁও গ্রামের বাসিন্দা তোফাজ্জল বলেন, এই গ্রামের একটি সেচপাম্প চালানোর অনুমতি রয়েছে। কিন্তু উপজেলার নৈহাটি মৌজায় নির্ধারিত স্থান থেকে প্রায় ২৬ ফুট দূরে একটি সেচপাম্প বসানো হয়েছে যা সম্পুর্ন অবৈধ।

সাহতা ইউনিয়নের জয়ডহর,নরুল্লা,বোয়ালজানা,সহ আরও কয়েকটি গ্রামে সরেজমিনে গিয়ে দেখা যায়, বিদ্যুৎতের তার থেকে ও অবৈধ ভাবে সংযোগ নিয়ে ব্যবহার করছেন, শুধু তাই নয় অবৈধভাবে বানিজ্যিক কাজে ও ব্যবহার করা হচ্ছে বিদ্যুৎ,তা যেন পল্লীবিদ্যুৎ সমিতির কারো চোখেই পরছে না।এসব এলাকায় গিয়ে জানা যায়,বারহাট্টা পল্লী বিদ্যুৎ সমিতির কিছু অসাধু কর্মকর্তার যুগসাজুগে এসব অবৈধ লাইন গুলো চলছে। এসব অবৈধ লাইন দিয়ে রিতিমত চলছে তাদের সকল কার্যক্রম। অটোরিকশা চার্জ সহ আরো বিভিন্ন কাজে ব্যবহার হচ্ছে এসব অবৈধ লাইন।

ঝুঁকিপূর্ণভাবে বাঁশ ও সিমেন্টের খুঁটি দিয়ে বৈদ্যুতিক তার টেনে সেচপাম্প বসানো হয়েছে উপজেলার বিভিন্ন এলাকায়। এতে যেকোনো সময় বড় ধরণের দুর্ঘটনা ঘটতে পারে। সিংধা ইউনিয়নে ধনপুর গ্রামে গত বছর ও এক ব্যক্তি পুকুর পাড়ে ঘাস কাটতে গিয়ে পুকুরের পানিতে থাকা পল্লী বিদ্যুতের অবৈধ সংযোগে বিদ্যুৎপৃষ্ট হয়ে মারা যান।তার পরেও পল্লী বিদ্যুৎ বিভাগ অবৈধ সংযোগের বিষয়ে কোন প্রকার ব্যবস্থা নেইনি।

আলোকদিয়া গ্রামে অবৈধভাবে বসানো হয়েছে একটি সেচপাম্প তার পাশেই রয়েছে আরেকজন কৃষকের বৈধ সেচপাম্প। অবৈধ সেচপাম্পের কারণে আর্থিকভাবে ক্ষতিগ্রস্থ হচ্ছেন বৈধ সেচ পাম্পের মালিকরা।

এ বিষয়ে বারহাট্টা উপজেলা পল্লী বিদ্যুৎ সমিতির কার্যালয়ে লিখিত অভিযোগ করেও পাওয়া যাচ্ছে না কোন প্রতিকার। অভিযোগের অনুলিপি দেওয়া হয়েছে পল্লী বিদ্যুৎ সমিতি বারহাট্টা উপজেলার ‘ডিজিএম’র কাছেও। কিন্তু এতেও তার কোনো সমাধান মেলেনি উপজেলা পল্লী বিদ্যুৎ সমিতির পক্ষ থেকে।

অবৈধ সংযোগের বিষয়ে অভিযোগের পর অভিযোগ করার পরেও সরেজমিনে পরিদর্শন করতেও আসেননি কেউ। অবশেষে নেত্রকোনা পল্লী বিদ্যুৎ সমিতির জিএমের কাছে(২২ আগষ্ট) এ বিষয়ে আরেকটি লিখিত অভিযোগ করা হয়েছে।

বারহাট্টা উপজেলায় অবৈধ বিদ্যুৎ সংযোগে বিষয়ে জানতে চাইলে নেত্রকোনা পল্লীবিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার (জিএম) জানান, এরকম বহু অভিযোগ দপ্তরে জমা রয়েছে। আমরা খুব দীর্ঘসময়ের ভিতরে অবৈধ সংযোগের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করবো। অবৈধভাবে বৈদ্যুতিক তার টেনে, অটোরিকশা চার্জ, সেচমেশিন চালানোর লাইসেন্স সহ সব ধরনের অবৈধ সংযোগ ছিন্ন করে, যারা অবৈধ সংযোগ ব্যবহার করছেন তারা দোষী প্রমাণিত হলে পল্লী বিদ্যুৎ সমিতির পক্ষ থেকে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

-বাবু/শোভা

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত