যুবলীগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শেখ ফজলুল হক মনি ৭৫ এর ১৫ আগস্টের ভয়াবহ কালো রাতে নিজের জীবন দিয়ে বঙ্গবন্ধুসহ তার পরিবারের সকলকে বাঁচাতে চেয়ে ছিলেন কিন্তু তিনিও শেষ পর্যন্ত ঘাতকদের গুলিতে শহীদ হোন। যুবলীগ সব বঙ্গবন্ধুর পরিবারের সাথে ছিল আছেন এবং থাকবেন। ভয়াবহ আগস্টের সেই কালো রাতে বঙ্গবন্ধু এবং সকল শহীদদের স্মরণে মাগুরায় আজ মঙ্গলবার (২৩ আগস্ট) দুপুরে স্থানীয় শহীদ সৈয়দ আতর আলী গণ গ্রন্থগারে জেলা যুবলীগের আয়োজনে জাতির পিতা শেখ মুজিবুর রহমান এর ৪৭তম শাহাদাৎ বার্ষিকী ও ২১ আগস্ট গ্রেনেড হামলায় নিহত শহীদদের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে এসব কথা বলেন যুবলীগের বক্তারা।
যুবলীগের আহ্বায়ক ফজলুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মাগুরা-১ আসনের সাংসদ অ্যাডডোকেট সাইফুজ্জামান শিখর। বিশেষ অতিথি ছিলেন মাগুরা জেলা আওয়ামী লীগের সভাপতি আ ফ ম আবদুল ফাত্তাহ, জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ প্রশাসক পঙ্কজ কুমার কুন্ডু, মাগুরা ঝিনাইদহ সংরক্ষিত মহিলা আসনের সাংসদ খালেদা খানম, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আবু নাসির বাবলু, পৌর মেয়র খুরশীদ হায়দার টুটুল, জেলা আওয়ামী লীগ নেতা রানা আমীর ওসমান, এ্যাড. শাখারুল ইসলাম শাকিল, এ্যাড. রাশেদ মাহমুদ শাহিন, মুস্তাফিজুর রহমান স্বপন, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল মান্নান, সদর উপজেলা পরিষদ ভাইস-চেয়ারম্যান শেখ রেজাউল ইসলাম।
অন্যান্যদের মধ্যে আরো বক্তব্য রাখেন সেচ্ছাসেবক লীগের সাবেক আহ্বায়ক শেখ সালাউদ্দিন, কৃষক লীগের সাধারণ সম্পাদক সাজ্জাদুর ইসলাম বিপু, ছাত্রলীগ নেতা সাবেক সভাপতি মীর মেহেদী হাসান রুবেল, ছাত্রলীগ নেতা সাবেক সাধারণ সম্পাদক আলী হোসেন মুক্তা, ছাত্রলীগের সভাপতি নাহিদ খান ও সাধারণ সম্পাদক হামিদুর ইসলাম প্রমুখ। এছাড়া বিভিন্ন ইউনিয়ন থেকে যুবলীগের নেতাকর্মীরাসহ বিভিন্ন ইলেকট্রনিক ও প্রেস মিডিয়ার সাংবাদিকবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন যুবলীগের যুগ্ম আহ্বায়ক আলী আহমেদ আহাদ ও সাকিব হাসান তুহিন।
-বাবু/শোভা