মঙ্গলবার ২২ এপ্রিল ২০২৫ ৯ বৈশাখ ১৪৩২
মঙ্গলবার ২২ এপ্রিল ২০২৫
ঈশ্বরগঞ্জে জুরামুলে সম্পত্তি দখল ও মিথ্যা মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন
আর.কে রাজু, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২৩ আগস্ট, ২০২২, ৩:১৪ PM



নিজের ক্রয়কৃত সম্পত্তি জোর করে দখল ও মিথ্যা মামলায় হয়রানির অভিযোগে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী একটি পরিবার। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করে শোনান ভুক্তভোগী সুরুজ মেম্বারের বড় ছেলে আব্দুল কাইয়ুম।

মঙ্গলবার দুপুরে ভুক্তভোগীর নিজ বাড়িতে ওই সংবাদ সম্মেলনে বলা হয়, উপজেলার সোহাগী ইউনিয়নের হাটুলিয়া গ্রামের সুরুজ আলী (সাবেক মেম্বার) বাড়ির পাশেই মৃত উমেদ আলী আকন্দের মেয়ে খাইরুন্নেছার (৬৫) কাছ থেকে ২৩ শে আগস্ট ২০২০ তারিখে ১০ শতাংশ জায়গা ক্রয় করেন। ক্রয় করার পরে থেকে জায়গা দখলে রেখেছে সুরুজ আলী মেম্বার।

এরই মাঝে গত ১৭ জুলাই ২০২২ তারিখে সুরুজ আলী তার সন্তানদের নিয়ে সেই জমিতে গাছের চারা রোপন করতে গেলে বাঁধা দেন জমি বিক্রয়কারী খাইরুন্নেছা ও তার ভাতিজিগন। এতে এক পর্যায়ে বাকবিতন্ডায় জরান দু'পক্ষই। পরে বিষয়টি নিয়ে খাইরুন্নেছার ভাতিজি শাহানা বাদি হয়ে ঈশ্বরগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন। এঅবস্থায় টাকা দিয়ে জমি কিনে ওই জায়গায় যেতে পারছেন না বলে এবং মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সাংবাদিকদের নিয়ে এ সংবাদ সম্মেলনের আয়োজন করেন ভুক্তভোগী সুরুজ মেম্বার।

-বাবু/শোভা

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত