বরিশালের হিজলা উপজেলার মেমানিয়া ইউনিয়নে ৪ কোটি ৭৫ লাখ টাকার ১০ শয্যা বিশিষ্ট হাসপাতাল শতভাগ কাজ শেষ এখন উদ্ভোধনের অপেক্ষায় হাসপাতালটি। বরিশাল-৪ আসনের সাংসদ পংকজ নাথ এমপির অক্লান্ত পরিশ্রমে নদী বেষ্টিত এলাকায় মেমানিয়া ইউনিয়ন ও হিজলা গৌরব্দী ইউনিয়ন এবং হরিনাথপুর ইউনিয়নের কিছু অংশ জনগণের কষ্ট লাঘবে অবশেষে অপেক্ষার অবসান হতে যাচ্ছে।
চর অঞ্চলের মানুষের দীর্ঘদিনের দুর্ভোগে। এটি চালু হলে সেবা পাবে প্রত্যন্ত অঞ্চলে বসবাসকারী মানুষ। হিজলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটি সদরে অবস্থিত। মেমানিয়া থেকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রায় ১০ কিলোমিটার দূরে, যেতে হয় নদী-খাল-বিল পেরিয়ে। জেলা সদরের দূরত্ব প্রায় ৫০ কিলোমিটার। যার ফলে সেখানের কেউ অসুস্থ হলে তাৎক্ষণিক কোন সেবা না পাওয়ায় ছুটতে হয় ১০ কিলোমিটার দূরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অথবা বরিশাল নয়তো ঢাকায়। নব নির্মিত হাসপাতালটি চালু হলে ভোগান্তি কমবে মেমানিয়া-গৌরব্দী ইউনিয়ন ও পার্শ্ববর্তী এলাকার মানুষের।
স্থানীয়রা জানান পংকজ নাথ এমপির কারণে আমরা এই চর দুর্গম অঞ্চলে একটি হাসপাতাল ও বিদ্যুৎ পেয়েছি তার প্রতি আজীবন কৃতজ্ঞতা থাকবো।
একজন সাধারণ লোক জানায়, আগে আমাগো কোন অসুখ-বিসুখ হইলে নৌকা দিয়া হিজলা হাসপাতালে গিয়া ডাক্তার দেখাইতাম এখন আর আমাগো ওপার গিয়া ডাক্তার দেখানো লাগবে না পঙ্কজ দা এমপির কারণেই এই চড়ে বসে আমরা ডাক্তার দেখাইতে পারমু।
মেমানিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ নাসির উদ্দিন হাওলাদার বলেন, নতুন এই হাসপাতালের সেবা কার্যক্রম চালু হলে স্বাস্থ্য সেবায় নতুন দিগন্ত উন্মোচিত হবে। ইউনিয়ন বাসির পক্ষ থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও জননেতা পংকজ নাথ এমপি মহোদয়কে ধন্যবাদ জানাই।
উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ফাতেমা মেহজাবিন বলেন, জনগণের স্বাস্থ্য সেবা নিশ্চিত করার লক্ষে তবে দ্রুত সময়ের মধ্যে এই উদ্বোধন হবে। চিকিৎসা সেবা পোঁছে যাবে সহজেই সেবা গ্রহীতার কাছে ।
-বাবু/শোভা