মঙ্গলবার ২২ এপ্রিল ২০২৫ ৯ বৈশাখ ১৪৩২
মঙ্গলবার ২২ এপ্রিল ২০২৫
বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের বিচার হয়েছে অসম্পূর্ণ বিচার: প্রাণিসম্পদ মন্ত্রী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ২৯ আগস্ট, ২০২২, ৩:৩৭ PM
ফাইল ছবি

ফাইল ছবি

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম বলেছেন, বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের বিচার হয়েছে অসম্পূর্ণ বিচার। পূর্ণাঙ্গ বিচার হয়নি। যাদের বিচার হয়নি তাদের বিরুদ্ধে এখনো অভিযোগপত্র হতে পারে।

সোমবার (২৯ আগস্ট) দুপুরে জাতীয় প্রেস ক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে বাংলাদেশ অনলাইন অ্যাক্টিভিস্ট ফোরাম (বোয়াফ) আয়োজিত ‘রক্তাক্ত আগস্ট ও মায়ের কান্না’ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

রেজাউল করিম বলেন, বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের যারা কুশিলব তাদের সবার বিচার হয়নি। এ ঘটনায় যারা বেনিফিশিয়ারি তাদের বিচার হয়নি। বঙ্গবন্ধুকে প্রটেকশন দেওয়ার জন্য সিভিল এবং ল ইনফোর্সমেন্ট এজেন্সির যারা দায়িত্বপ্রাপ্ত ছিলেন তারা কী ব্যর্থ হয়েছেন নাকি নিজেদের কচ্ছপের মতো গুটিয়ে রেখেছিলেন, তাদেরও বিচার করা হয়নি। ফলে তাই বলতে চাই, বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের বিচার হয়েছে অসম্পূর্ণ বিচার। পূর্ণাঙ্গ বিচার হয়নি।

তিনি বলেন, ফৌজদারি কার্যবিধির ১৭৩-এর সাব সেকশন টু এর স্মল বি অনুসারে, এখনো অভিযোগপত্র হতে পারে। যারা মারা গেছে তাদের বিচার হবে না, তবে ততটুকু দেখা যেতে পারে, তিনি জড়িত এ তথ্য পাওয়া গেছে। যেহেতু তিনি মারা গেছে, তাই তার বিচার করা গেলো না। এভাবে বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের স্বরূপ সামনে নিয়ে আসা না গেলে এখনো যে মোস্তাক জন্মাবে না, আবার যে জিয়া জন্মাবে না, আবারো যে ইতিহাসের কলঙ্ক রচনাকারী আবু সাদাত মোহাম্মদ সায়েমরা আসবে না এ গ্যারান্টি কিন্তু আমরা কেউ দিতে পারি না। বঙ্গবন্ধু কন্যা দেশে ফিরে এসেছেন বলে সাহস নিয়ে বিচার করেছেন। অন্যথায় এ বিচার হতো না।

আলোচনায় আপিল বিভাগের (অব.) বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিক বলেন, আসামিদের বর্ণনা ও সাক্ষী অনুযায়ী আসল যারা নাটের গুরু, তাদের বিচার হয়নি। এ মামলার নাটের গুরু ছিল জিয়া। জিয়া ছিল পাকিস্তানের চর। ৭১-এর পর থেকেই জিয়ার লক্ষ্য ছিল বঙ্গবন্ধুকে হত্যা করা।

আলোচনা সভায় আরও বক্তব্য দেন একুশে পদকপ্রাপ্ত সাংবাদিক স্বদেশ রায়, বীরপ্রতীক লেফটেন্যান্ট কর্নেল (অব.) কাজী সাজ্জাদ আলী জহির, আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক সংসদ সদস্য নবী নেওয়াজ খাঁন, আওয়ামী লীগের সাবেক উপ-কমিটির সদস্য মনিরুজ্জামান মনির, বঙ্গবন্ধু হত্যার প্রতিবাদ করায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ও বিএনপি সরকারের নির্যাতনের শিকার বিশ্বজিৎ নন্দি এবং বাংলাদেশ অনলাইন অ্যাক্টিভিস্ট ফোরামের (বোয়াফ) সভাপতি কবীর চৌধুরী তন্ময় প্রমুখ।

-বাবু/এস আর
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত