বুধবার ২৩ এপ্রিল ২০২৫ ১০ বৈশাখ ১৪৩২
বুধবার ২৩ এপ্রিল ২০২৫
আগামী সংসদ নির্বাচনে শেখ হাসিনাকে জয়ী করতে হবে: এমপি ফারুক চৌধুরী
সোহেল রানা, রাজশাহী তানোর প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ৩০ আগস্ট, ২০২২, ২:২০ PM আপডেট: ৩০.০৮.২০২২ ২:২৭ PM
রাজশাহী তানোর উপজেলার বাধাইড় ইউপি আওয়ামী লীগ সহ অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে জাতীয় শোক দিবস পালিত।

১৫ আগষ্ট জাতীয় শোক দিবস উপলক্ষে চলতি মাসের ২৮ আগষ্ট বিকালে বাধাইড় ইউপির ঝিনাইখোর উচ্চ বিদ্যালয়ের মাঠে বাধাইড় ইউপি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান আতাউর রহমানের সভাপতিত্বে আলোচনা সভা ও বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান সহ সকল মুক্তি যোদ্ধাদের স্বরনে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা আওয়ামী লীগের সাবেক সফল সভাপতি ও রাজশাহী ১ সংসদ সদস্য আলহাজ্ব ওমর ফারুক চৌধুরী।

এসময় প্রধান অতিথির বক্তব্যে ফারুক চৌধুরী বলেন, শোককে শক্তিতে পরিনত করে আগামী সংসদ নির্বাচনে আবারো নৌকা মার্কায় ভোট দিয়ে শেখ হাসিনার হাত আরো শক্তি শালি করতে হবে ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজশাহী জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি, শরিফ খান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মাইনুল ইসলাম স্বপন,উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক, আবুল কালাম আজাদ সরকার প্রদীপ।

তানোর উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান লুৎফর হায়দার রশিদ ময়না।

আরোও উপস্থিত ছিলেন, পাঁচন্দর ইউপি আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান আব্দুল মতিন। কামারগাঁ ইউপি আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান ফজলেরাব্বী ফরাদ।চান্দুরিয়া ইউপি আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান মজিবর রহমান। গোদাগাড়ী উপজেলার দেওপাড়া ইউপি চেয়ারম্যান বেলাল উদ্দিন সোহেল। মুন্ডুমালা পৌর আঃলীগের সাধারণ সম্পাদক আমির হোসেন আমিন উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক, জুবায়ের ইসলাম সহ তানোর উপজেলার বিভিন্ন ইউপি থেকে আগত নেতাকর্মী ও বাধাইড় ইউপির ৯ টি ওয়ার্ড বিপুল সংখ্যক আওয়ামী লীগ সমর্থক নারী ও পুরুষরা
উপস্থিত ছিলেন। 

-বাবু/শোভা

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত