ঢাকার কেরানীগঞ্জ মডেল থানাধীন শাক্তা আরশীনগর টাওয়ার রোড এলাকায় নির্মাণাধীন ভবনের ছাদে রড উঠাতে গিয়ে বৈদ্যুতিক তারের সাথে লেগে বিদ্যুতায়িত হয়ে রাজিব (২২) নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও তিনজন নির্মাণ শ্রমিক আহত হয়।
সোমবার সকাল সাড়ে দশটার দিকে স্থানীয় তাজুল ইসলামের নির্মাণাধীন একটি ভবনে কোন প্রকার নিরাপত্তা ব্যবস্থা ছাড়াই রড উঠাতে গেলে এই দুর্ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেন কেরানীগঞ্জ মডেল থানার আটি ফাড়ির এএসআই সানোয়ার। নিহত রাজিব শরীয়তপুরের শখিপুর থানার চরচান্দা গ্রামের শহীদ খানের ছেলে। আহতরা হলেন, মাইজদি নোয়াখালীর আসিফ ও মিরাজ এবং কেরানীগঞ্জের ছোট ভাওয়াল এলাকার হানিফ।
এলাকাবাসীর অভিযোগ ভবন মালিক প্রভাবশালী হওয়ায় কোন প্রকার সুরক্ষা ও নেট ব্যবহার ছাড়াই অরক্ষিতভাবে ভবনের কাজ করায় এর আগেও ছাদের উপর থেকে নির্মাণ সামগ্রী পড়ে কয়েকটি দুর্ঘটনা ঘটেছে।
ভবন মালিকের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, আমি জমির ব্যবসা করি। আমার জমি বিক্রি করে দিয়েছি। জমি যারা ক্রয় করেছেন তারা ভবন তৈরী করছেন। এ বিষয়ে আমি কোন দায়ভার গ্রহন করব না।
তবে একাধিক সূত্রে জানা গেছে, জমির মালিক নিজেই কয়েকজনকে সাথে নিয়ে জমিতে ভবন নির্মান করছেন। ভবনে নিহত রাজিবের লাশ জমির মালিক তাজুল ইসলাম ঘটনার পর দ্রুত নিহতের গ্রামের বাড়ি পাঠিয়ে দিয়েছেন।
কেরানীগঞ্জ মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মামুনুর রশিদ জানান, বিষয়টি মাত্র জানলাম তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহন করা হবে।
-বাবু/শোভা