নীলফামারীর ডোমার উপজেলা আইন শৃঙ্খলা কমটিরি সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩০ আগস্ট) সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে সভাটির আয়োজন করে উপজেলা প্রশাসন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রমিজ আলমের সভাপতিত্বে উপজেলা পরিষদ চেয়ারম্যান তোফায়েল আহমেদ প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন। এসময় সহকারী কমিশনার (ভূমি) জান্নাতুল ফেরদৌস হ্যাপি, মহিলা ভাইস চেয়ারম্যান বেগম রৌশন কানিজ, প্রেস ক্লাব সভাপতি মো. মোজাফ্ফর আলী, ভোগডাবুড়ী ইউপি চেয়ারম্যান রিয়াজুল ইসলাম কালু, বোড়াগাড়ী ইউপি চেয়ারম্যান আমিনুল ইসলাম রিমন, ডোমার বহুমূখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রবিউল আলম, এসআই কমলেশ রায়, গোমনাতী ক্যাম্প কমান্ডার বাবুল হক প্রমূখ বক্তব্য রাখেন।
সভায় সরকারী কর্মকর্তা, পুলিশ, বিজিবি, জনপ্রতিনিধি, শিক্ষক, ইমাম, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণিপেশার প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।
বাবু/এসএম