মঙ্গলবার ২২ এপ্রিল ২০২৫ ৯ বৈশাখ ১৪৩২
মঙ্গলবার ২২ এপ্রিল ২০২৫
রাশিয়া-ইউক্রেন যুদ্ধ নিয়ে আলোচনা হবে সংসদে
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ৩০ আগস্ট, ২০২২, ৩:৩১ PM
বৈশ্বিক মহামারি কোভিড-১৯, রাশিয়া- ইউক্রেন যুদ্ধ, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিসহ সাম্প্রতিক বিভিন্ন সমস্যায় সরকারের নেওয়া পদক্ষেপ জাতিকে জানাতে সংসদে সাধারণ প্রস্তাব উঠবে আজ।

জাতীয় পার্টির সংসদ সদস্য ও দলটির মহাসচিব মো. মুজিবুল হক (কিশোরগঞ্জ-৩) এ প্রস্তাবটি তুলবেন বলে সংসদের কার্যসূচি থেকে জানা গেছে।

মঙ্গলবার (৩০ আগস্ট) সংসদে প্রস্তাবটি তোলার পর তা নিয়ে সাধারণ আলোচনা অনুষ্ঠিত হবে।

কার্যপ্রণালী-বিধির ১৪৭ বিধির আওতায় মুজিবুল হকের প্রস্তাবটি হচ্ছে- ‘সংসদের অভিমত এই যে কোভিড-১৯, বৈশ্বিক অস্থিরতা, ইউক্রেন-রাশিয়া যুদ্ধ, জলবায়ু পরিবর্তন, প্রাকৃতিক বিপর্যয়, জ্বালানি সংকট, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি প্রভৃতি সমস্যা মোকাবিলা করতে সরকারের নেওয়া স্বল্প ও দীর্ঘ মেয়াদী টেকসই পদক্ষেপগুলো সংসদে আলোচনার মাধ্যমে জাতিকে অবহিত করা হোক।’

-বাবু/এ.এস
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত