মঙ্গলবার ২২ এপ্রিল ২০২৫ ৯ বৈশাখ ১৪৩২
মঙ্গলবার ২২ এপ্রিল ২০২৫
পাকিস্তানে বন্যার্তদের জন্য ত্রাণ পাঠানোর নির্দেশ প্রধানমন্ত্রীর
বুলেটিন নিউজ ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ৩০ আগস্ট, ২০২২, ৩:৪৮ PM
প্রধানমন্ত্রী শেখ হাসিনা পাকিস্তানে বন্যায় ক্ষতিগ্রস্তদের সহায়তায় বাংলাদেশের পক্ষ থেকে ত্রাণ পাঠাতে নির্দেশ দিয়েছেন। মঙ্গলবার দুপুরে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলনে এক অনুষ্ঠানে তিনি বলেন, পাকিস্তানের বেলুচিস্তানে ভয়াবহ বন্যা। এরই মধ্যে আমি নির্দেশ দিয়েছি, সেখানে বন্যায় কী লাগবে সেটা দেখতে। বন্যা কবলিত এলাকায় শিশুরা খুব কষ্টে আছে, তাদের জন্য প্রয়োজনীয় খাবারসহ আর কী দেওয়া যেতে পারে সেগুলোর ব্যবস্থা করতে বলা হয়েছে। সে অনুযায়ী আমরা পাকিস্তানে সহায়তা পাঠাব।

শেখ হাসিনা বলেন, মুক্তিযুদ্ধে আমরা জয়ী হয়েছি। সেই হিসাবে তাদের প্রতি আমাদের কিছু দায়িত্ব আছে। সেটাই আমরা পালন করছি। জাতির পিতা এটা আমাদের শিখিয়েছেন। আমরা সবসময় আর্তমানবতার সেবায় তাদের পাশে থাকবো।

বিএনপির ক্ষমতার সময়ের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ২০০১ সাল থেকে ২০০৬ সাল পর্যন্ত কী হয়েছিল ঢাকা শহরে, বিদ্যুতের জন্য হাহাকার, পানির জন্য হাহাকার। সারের জন্য মাঠে নামায় ১৮ জনকে গুলি করে হত্যা করা হয়েছে। আমরা ৯৬ সালে ক্ষমতায় এসে বিদ্যুৎ উৎপাদন বাড়িয়ে গেলাম, খালেদা জিয়া ক্ষমতায় এসে সে উৎপাদন কমিয়ে গেছে বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রী।
ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মন্নাফীর সভাপতিত্বে বক্তব্য রাখেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র শেখ ফজলে নূর তাপস, উত্তরের মেয়র আতিকুল ইসলাম, ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমান, দক্ষিণের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির, দক্ষিণের সহ-সভাপতি নুরুল আমিন রুহুল, শহীদ সেরনিয়াবাত, উত্তরের সহ-সভাপতি সাদেক খান, এম এ কাদের খান প্রমুখ। সঞ্চালনা করেন উত্তরের সাধারণ সম্পাদক এসএম মান্নান কচি প্রমুখ।

-বাবু/এ.এস
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত