সোমবার ২১ এপ্রিল ২০২৫ ৮ বৈশাখ ১৪৩২
সোমবার ২১ এপ্রিল ২০২৫
নিজের বিতর্কিত ছবি নিয়ে যা বললেন রণভীর
বিনোদন ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ৩০ আগস্ট, ২০২২, ৪:০০ PM
সম্প্রতি রণভীর সিং নগ্ন ফটোশুটের জন্য রয়েছেন সমালোচনায়। তার এমন ছবি রীতিমত ঝড় তোলে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে। এমন ছবির জন্য বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন, নারীবাদী সংগঠনসহ অনেকেই অভিযোগ তোলে তার দিকে। করা হয়েছিল মামলা । সে মামলার জের ধরে অভিনেতার খোঁজে তার বাসায় যায় পুলিশ। তবে তার দেখা পায়নি পুলিশ।

পিংক ভিলার এক প্রতিবেদনে, মুম্বাই পুলিশের ঘনিষ্ঠ একটি সূত্র জানায়, অবশেষে সোমবার (২৯ আগস্ট) চেম্বুর পুলিশ স্টেশনে হাজির হয়েছেন এ অভিনেতা। সকাল ৭টার দিকে পুলিশ কর্মকর্তাদের মুখোমুখি হয়েছিলেন তিনি। সেখানে আড়াই ঘণ্টার মতো ছিলেন । এরপর সাড়ে নয়টার দিকে পুলিশ স্টেশন থেকে বের হয়ে যান।

সূত্রটি আরও জানায়, সামাজিক যোগাযোগমাধ্যমে তার নগ্ন ফটোশুটের ছবি তিনি আপলোড করেননি। আর এমন ছবির জন্য বিতর্ক হবে ও ঝামেলায় পড়তে হবে তা আগে বুঝতে পারেননি অভিনেতা।

এদিকে কাজের ফ্রন্টে, রণভীরকে শেষবার ‘জয়েশভাই জোর্দারে’দেখা গিয়েছিল। এতে আরও ছিলেন,শালিনী পান্ডে, বোমান ইরানি এবং রত্না পাঠক শাহ।

এছাড়াও রয়েছে করণ জোহরের সিনেমা ‘রকি অর রানি কি প্রেম কাহানি’। রণভীরের বিপরীতে রয়েছেন আলিয়া ভাট, ধর্মেন্দ্র, শাবানা আজমি এবং জয়া বচ্চন। সিনেমাটি মুক্তি পাবে ১০ ফেব্রুয়ারি ২০২৩ সালে। এছাড়াও তামিল সিনেমা ‘অ্যানিয়ান’র হিন্দি রিমেকেও অভিনয় করবেন তিনি।

-বাবু/এস আর
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত