মঙ্গলবার ২২ এপ্রিল ২০২৫ ৯ বৈশাখ ১৪৩২
মঙ্গলবার ২২ এপ্রিল ২০২৫
মোবাইল কিনে দেয়ার কথা বলে ডেকে নেয়ার পর নিখোঁজ তরুণ
শরীফ প্রধান, কুমিল্লা (উত্তর)
প্রকাশ: মঙ্গলবার, ৩০ আগস্ট, ২০২২, ৪:৪০ PM

কুমিল্লার দাউদকান্দি উপজেলার ইলিয়টগঞ্জ দক্ষিণ ইউনিয়নের লক্ষীপুর গ্রামের নিজ বাড়ী থেকে আবদুর রহমানের ছেলে মো. সাগর (১৭) নামের এক তরুণকে মোবাইল কিনে দেয়ার কথা বলে পাশের গ্রাম খিলালপাড়ের মৃত কবির মিয়ার ছেলে মাসুম বাড়ী থেকে ডেকে নেয়। ওই দিনের পর থেকে সাগর নিখোঁজ রয়েছে। এ ঘটনায় দাউদকান্দি মডেল থানায় অভিযোগ দায়ের করেছে সাগরের পরিবার।

সাগরের খালু জামাল হোসেন বলেন, গত ২৩ আগস্ট খিলালপাড় গ্রামের মাছুম সাগরকে নতুন মোবাইল কিনে দিবে বলে বাড়ী থেকে ডেকে নেয়। সাগর সহজ সরল প্রকৃতির ছেলে। তার সাথে ৫ হাজার টাকাও ছিলো। আজ ৮দিন সাগর নিখোঁজ রয়েছে। আমরা অনেক খুঁজেও তাকে পাই নাই। তাই থানায় অভিযোগ করেছি।

দাউদকান্দি মডেল থানার এএসআই রাজিবুল জানান, আমরা অভিযোগের ভিত্তিতে তদন্ত করেছি। সাগর নিখোজের অভিযুক্ত মাছুমের বাড়ীতে গিয়েছি। কাওকে পাইনি। সাগরকে খুজে বের করতে আমরা তদন্ত চালিয়ে যাচ্ছি।

বাবু/এসএম

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত