মঙ্গলবার ২২ এপ্রিল ২০২৫ ৯ বৈশাখ ১৪৩২
মঙ্গলবার ২২ এপ্রিল ২০২৫
আখাউড়ায় ডায়াগনস্টিক সেন্টারে অভিযান
আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ৩০ আগস্ট, ২০২২, ৫:০৮ PM

সারাদেশের মতো ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়াতেও অনিবন্ধিত ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার বন্ধে অভিযান শুরু করেছে উপজেলা স্বাস্থ্য বিভাগ। মঙ্গলবার (৩০ আগস্ট) সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সর একটি টিম এ অভিযান পরিচালনা করেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ হিমেল খানের সার্বিক তত্বাবধানে উপজেলা সদরের বিভিন্ন বেসরকারি ক্লিনিক এবং ডায়াগনস্টিক সেন্টারের রেজিষ্ট্রেশন, নবায়নকৃত লাইসেন্স, ল্যাব ফ্যাসিলিটির সার্বিক অবস্থা জানতে অভিযান পরিচালনা করা হয়।এ সময় কয়েকটি ডায়াগনস্টিক সেন্টারের লাইসেন্স হালনাগাদ না থাকায় নির্দিষ্ট সময়ের মধ্যে দ্রুত লাইসেন্স হালনাগাদ করার নির্দেশ দেওয়া হয়।

অভিযান পরিচালনা করেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মেডিকেল অফিসার ডাঃ রাহাত রায়হান, ডাঃ মো জহির উদ্দিন, স্যানিটারি ইন্সিপেক্টর রফিকুল ইসলামের সমন্বয়ে গঠিত একটি টিম।

এবিষয়ে যোগাযোগ করা হলে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ হিমেল খান জানান, কোন নিবন্ধন বিহীন বা নবায়ন বিহীন ডায়াগনস্টিক সেন্টার যাতে চলতে না পারে। তবে আমাদের এখানে নিবন্ধন বিহীন কোন ডায়াগনস্টিক সেন্টার নাই, যারা ছিলো তারা নিবন্ধন করে ফেলেছে।আখাউড়া উপজেলায় ১৩টি ডায়াগনস্টিক সেন্টার ও একটি হাসপাতাল রয়েছে। এর মধ্যে আজকে উপজেলা সদরে অভিযান চালানো হয়েছে। উপজেলা সদরের বাইরে যেগুলো আছে সেগুলোতেও অভিযান হবে বলে তিনি জানিয়েছেন।

বাবু/এসএম
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত