নীলফামারীর ডোমারে বীর মুক্তিযোদ্ধাগণের ডিজিটাল সার্টিফিকেট ও ষ্মার্ট কার্ড বিতরণ করা হয়েছে।
সোমবার (৫ সেপ্টেম্বর) সকালে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড কাউন্সিল বিতরণী অনুষ্ঠানের আয়োজন করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রমিজ আলমের সভাপতিত্বে ও বীর মুক্তিযোদ্ধা ইলিয়াছ হোসেনের সঞ্চালনায় বিতরণী অনুষ্ঠানে বক্তব্য রাখেন সাবেক রাস্ট্রদূত বীর মুক্তিযোদ্ধা আমিনুল হোসেন সরকার, ডোমার মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের সাবেক কমান্ডার নুরননবী, ডোমার থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ উন নবী প্রমূখ।
উপজেলার ৯৪ জন জীবিত বীর মুক্তিযোদ্ধা ও মৃত ৯৯ জন বীর মুক্তিযোদ্ধার পরিবারের সদস্যেদের হাতে তাদের ডিজিটাল সার্টিফিকেট ও ষ্মার্ট কার্ড তুলে দেওয়া হয়।
-বাবু/এ.এস