কুটির, মাইক্রো, ক্ষুদ্র ও মাঝারি (সিএমএসএমই) খাতের উদ্যোক্তাদের মেয়াদি ঋণের বিপরীতে পুনঃঅর্থায়নের মাধ্যমে গ্রাহকদের সুবিধা দিতে বাংলাদেশ ব্যাংকের সাথে ন্যাশনাল হাউজিং ফাইন্যান্স এন্ড ইনভেষ্টমেন্টস লিমিটেডের চুক্তি সম্পাদিত হয়েছে।
গত ২৪ আগস্ট এ চুক্তি স্বাক্ষরিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদার। তার উপস্থিতিতে বাংলাদেশ ব্যাংকের এসএমই অ্যান্ড স্পেশাল প্রোগ্রামস ডিপার্টমেন্টের পরিচালক মো. জাকের হোসেনের সাথে ন্যাশনাল হাউজিং ফাইন্যান্স এন্ড ইনভেষ্টমেন্টস লিমিটেডের ব্যাবস্থাপনা পরিচালক জনাব মোহাম্মদ শামসুল ইসলাম চুক্তিতে স্বাক্ষর করেন।
এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর আবু ফরাহ মো. নাসের, আরও ছিলেন নির্বাহী পরিচালক সিরাজুল ইসলাম ও ওবায়দুল হক সহ অন্যান্য কর্মকর্তারা।
-বাবু/এ.এস