পিরোজপুর সদর থানার মাছিমপুরে মন্ডলপাড়ায় অভিযান চালিয়ে আমেরিকায় তৈরি পিস্তল ও মাদকসহ তিনজনকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান র্যাব-৮।
গত রোববার বিকেলে মাছিমপুর মন্ডলপাড়া এলাকার রতন মিন্ত্রীর গ্যারেজে অভিযান চালিয়ে একটি পিস্তল, একটি চায়নিজ কুড়াল, ৩৩৭ পিস ইয়াবা ট্যাবলেট, ১৬০গ্রাম গাঁজা, নগদ চার হাজার ৩৩০ টাকা, একটি গোপন ক্যামেরা যুক্ত কালো রংয়ের চশমা এবং একটি হকিস্টিক উদ্ধার করা হয়। এসময় গ্যারেজে থাকা বাহাদুর শেখ(৪৩), মোস্তাফিজুর রহমান (৩৮), সাইদুল ইসলামকে (৩২) আটক করা হয়।
বরিশাল সিপিএসসি কোম্পানির সহকারী পরিচালক মো. রবিউল ইসলাম জানান, সুনির্দিষ্ট তথ্যমতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটককৃতরা অস্ত্র ও মাদক কারবারে জড়িত।
তিনি আরও জানান, র্যাব-৮ বরিশাল সিপিএসসির ডিএডি নুর ইসলাম বাদী হয়ে পিরোজপুর জেলার সদর থানায় অস্ত্র এবং মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা দায়ের করে আটককৃতদের থানায় সোপর্দ করেছেন।
বাবু/এসএম