মঙ্গলবার ২২ এপ্রিল ২০২৫ ৯ বৈশাখ ১৪৩২
মঙ্গলবার ২২ এপ্রিল ২০২৫
ভূঞাপুরে ৩ দিনব্যাপী কৃষি মেলার উদ্বোধন
কোরবান আলী তালুকদার, ভূঞাপুর (টাঙ্গাইল)
প্রকাশ: সোমবার, ৫ সেপ্টেম্বর, ২০২২, ৪:২৪ PM

টাঙ্গাইলের ভূঞাপুরে বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের ফসলের নিবিড়তা বৃদ্ধিকরণ প্রকল্পের আওতায় তিন দিন ব্যাপী কৃষি মেলার উদ্বোধন করা হয়েছে। 

সোমবার (০৫ সেপ্টেম্বর) সকালে ভূঞাপুর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ও বৃহত্তর ময়মনসিংহ অঞ্চল ফসলের নিবিড়তা বৃদ্ধিকরণ প্রকল্পের সহযোগিতায় উপজেলা পরিষদ চত্বরে ৫ থেকে ৭ সেপ্টেম্বর পর্যন্ত ৩ দিনব্যাপী এ মেলার আয়োজন করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ ইশরাত জাহানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোছাঃ নার্গিস বেগম, উপজেলা ভাইস চেয়ারম্যান মনিরুল ইসলাম বাবু, মহিলা ভাইস চেয়ারম্যান আলিফ নূর মিনি, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ জহুরুল ইসলাম প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন- ইউপি চেয়ারম্যান সাইদুল ইসলাম তালুকদার দুদু, দিদারুল আলম খান মাহবুব, ভূঞাপুর প্রেসক্লাবের সভাপতি শাহ আলম প্রামাণিক, উপজেলা কৃষক লীগের সভাপতি হযরত আলী প্রমুখ। স্বাগত বক্তব্য রাখেন- উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ ড. মোঃ হুমায়ূন কবীর।

বাবু/এসএম
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত