মঙ্গলবার ২২ এপ্রিল ২০২৫ ৯ বৈশাখ ১৪৩২
মঙ্গলবার ২২ এপ্রিল ২০২৫
জোয়ারের পানিতে শরণখোলার বেড়িবাঁধের বাইরে বাড়িঘর প্লাবিত
শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১২ সেপ্টেম্বর, ২০২২, ৬:১১ PM
বঙ্গোপসাগরে নিম্নচাপের প্রভাবে টানা দুদিনের বর্ষণে শরণখোলার জীবনযাত্রা স্থবির হয়ে পড়েছে। জোয়ারের পানিতে প্লাবিত হয়েছে বেড়িবাঁধের বাইরের বাড়ীঘর। অপরদিকে সাগর উত্তাল থাকায় সাগরে মাছ ধরা বন্ধ রেখে নিরাপদ আশ্রয়ে রয়েছে শত শত ফিশিংবোট।

গত দুইদিন ধরে নিম্নচাপের প্রভাবে উপকূলীয় অঞ্চলে অব্যাহত বৃষ্টিপাতে জনজীবন থমকে গেছে। নিত্যখেটে খাওয়া দিনমজুর মানুষেরা ঘর থেকে বের হতে পারেনি। স্কুল কলেজে শিক্ষার্থীর উপস্থিতি কম হচ্ছে। উপজেলার ওয়াপদা বেড়িবাঁধের বাইরে বগী, তেরাবাকা, খুড়িয়াখালী, শরণখোলা, পানিরঘাট, সোনাতলা ও ঢালিরঘোপ এলাকার সহস্রাধিক বাড়ীঘর জোয়ারের পানিতে প্লাবিত হয়েছে।

দুবলা ফিসারমেন গ্রুপের সাবেক সাংগঠনিক সম্পাদক শাহানুর রহমান শামিম জানান, বৈরী আবহাওয়ায়  সাগর উত্তাল থাকায় জেলেরা মাছ ধরা বন্ধ রেখে কয়েকশ ফিশিংবোট পাড়েরহাট, ইন্দুরকানি, শরণখোলা ও পাথরঘাটাসহ বিভিন্ন ঘাটে এবং কিছুবোট সুন্দরবনে নিরাপদ আশ্রয়ে রয়েছে। পূর্ব সুন্দরবনের দুবলা ফরেষ্ট টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা দিলীপ মজুমদার জানান, পূর্ণীমার প্রভাবে স্বাভাবিক সময়ের তুলনায় সাগরের ৩/৪ ফুট উচ্চতার জোয়ারের পানিতে সুন্দরবন প্লাবিত হয়েছে। বণ্যপ্রাণীর কোন ক্ষয়ক্ষতি হয়নি বলে তিনি জানান।

বাবু/জাহিদ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত