মঙ্গলবার ২২ এপ্রিল ২০২৫ ৯ বৈশাখ ১৪৩২
মঙ্গলবার ২২ এপ্রিল ২০২৫
শ্রমিককে নির্যাতনের ভিডিও ভাইরাল, অভিযুক্ত গ্রেফতার
আমতলী (বরগুনা) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২৩ সেপ্টেম্বর, ২০২২, ৮:৩১ PM আপডেট: ২৩.০৯.২০২২ ৮:৪০ PM
বরগুনার আমতলীতে নিমার্ণ শ্রমিককে নির্যাতনকারী কবির হাওলাদারকে গ্রেফতার করেছে আমতলী থানা পুলিশ। গতকাল বৃহস্পতিবার রাতে আমতলী পৌর শহরের পুরাতন বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। শুক্রবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে তাকে পুলিশ আমতলী সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করেছে। 

জানা গেছে, আমতলী পৌর শহরের পুরান বাজার (পশ্চিম মাথা)  (বুধবার) দুপুরের পর আঃ সোবাহান মোল্লার চালের দোকানের ক্যাশবাক্স থেকে ১ লক্ষ ৫৫ হাজার টাকা চুরি হয়। ওই সময় উপজেলার চাওড়া চন্দ্রা গ্রামের শানু মাতুব্বরের পুত্র নির্মাণ শ্রমিক আঃ রাজ্জাক আঃ সোবাহান মোল্লার চালের দোকানের সামনে পৌরসভা কর্তৃক নির্মাণাধীন ড্রেনের কাজে রাজমিস্ত্রীর সহকারী হিসাবে কাজ করতে ছিলো। এ সময় চোর সন্দেহে নির্মাণ শ্রমিক আঃ রাজ্জাককে ব্যবসায়ী মোঃ হুমায়ূন কবির হাওলাদার সহ আরও কয়েকজন মিলে  আঃ সোবাহান মোল্লার চালের দোকানের মধ্যে নিয়ে যায়।

সেখানে বসে লাঠি দিয়ে আঃ রাজ্জাককে নির্মমভাবে পিটিয়ে গুরুত্বর আহত করে। সংবাদ পেয়ে নির্মাণ শ্রমিক আঃ রাজ্জাকের বড় ভাই সামসুল আলম সবুজ ঘটনাস্থলে উপস্থিত হলে তাকেও মারতে এগিয়ে আসে অভিযুক্তরা। পরে তিনি আমতলী থানায় খবর দিলে পুলিশ গিয়ে ঘটনাস্থল থেকে আহত শ্রমিক আঃ রাজ্জাককে উদ্ধার করে আমতলী থানায় নিয়ে আসে। পরে রাত ১২টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য ভর্তি করেন। বর্তমানে ওই হাসপাতালেই তিনি চিকিৎসা নিচ্ছেন।

ওই ঘটনায় বুধবার রাতে আহত শ্রমিক আঃ রাজ্জাকের বড় ভাই সামসুল আলম সবুজ বাদী হয়ে মোঃ হুমায়ূন কবির হাওলাদার সহ কয়েকজনকে লিখিত অভিযোগ দাখিল করেন। নির্যাতনের শিকার আহত রাজ্জাক মাতুব্বর নির্যাতনকারী কবির হাওলাদারকে গ্রেফতারের খবরে সন্তোষ প্রকাশ করে বলেন, এ ঘটনার সাথে আরো জড়িতদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবি জানান তিনি।

আমতলী থানার অফিসার ইনচার্জ একেএম মিজানুর রহমান বলেন, কবিরকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। তিনি আরো বলেন, ভিডিও ফুটেজ দেখে ঘটনার সাথে আরো জড়িতদের দ্রুত গ্রেফতার করা হবে।

বাবু/জাহিদ
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত