ঢাকার কেরানীগঞ্জে পাঁচ লক্ষ ত্রিশ হাজার টাকা মূল্যের ৫৩ গ্রাম হেরোইনসহ দুই মাদক চোরাকারবারিকে আটক করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন র্যাব। শুক্রবার (২৩ সেপ্টেম্বর) বিকাল সাড়ে পাচটার দিকে (র্যাব-১০) মিডিয়াসেল থেকে এ তথ্য নিশ্চিত করেন।
র্যাব জানায়, গোপন তথ্যের ভিত্তিতে গতকাল বৃহস্পতিবার রাতে ঢাকার দক্ষিণ কেরাণীগঞ্জ থানাধীন ইকুরিয়া এলাকায় অভিযান চালায় র্যাবের অভিযানিক দল। এসময় হাতেনাতে দুজনকে হেরোইনসহ আটক করা হয়। আটক ব্যক্তিরা হলেন, মো. কুরবান আলী (২৮), মো. রনি (৩৮)।
র্যাব আরও জানায়, আটককৃতরা পেশাদার মাদক ব্যবসায়ী। তারা বেশ কিছুদিন যাবৎ কেরানীগঞ্জসহ আশপাশের বিভিন্ন এলাকায় হেরোইনসহ অন্যান্য মাদকদ্রব্য সরবরাহ করে আসছে। তাদের বিরুদ্ধে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় একটি মাদক মামলা রুজু হয়েছে।
বাবু/জাহিদ