করিমগঞ্জে পুকুরে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (২৩ সেপ্টেম্বর) বিকেল ৫টার সময় উপজেলার কাদিরজঙ্গল ইউনিয়নের গাঙ্গাইল পাঠানপাড়া এলাকায় এ ঘটনাটি ঘটে।
মৃতরা হলো দেড় বছর বয়সী খাদিজা আক্তার, সে পাঠানপাড়া এলাকার বাসিন্দা রমজান আলীর মেয়ে। এছাড়াও মো. আনার মিয়া (১৮ মাস) মৃত্যু হয়েছে ।তারা দুজন আপন চাচাতো ভাই বোন, সে একই এলাকার কাঞ্চন মিয়ার ছেলে।
হাসপাতাল সূত্রে জানা গেছে, দুই শিশুকে উদ্ধার করে কিশোরগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন। স্থানীয় সূত্রে জানা যায়, আজ বিকেলে বাড়ির পাশে অন্যান্য শিশুদের সাথে খেলা করছিল তারা। খেলাধুলা শেষে অন্যান্য শিশুরা ঘরে গেলেও তাদের কোন খোঁজ পাওয়া যাচ্ছিল না। পরে পরিবারের সদস্যরা বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করতে থাকেন৷ এক পর্যায়ে স্থানীয় একজন বাসিন্দা তাদের মরদেহ পানিতে ভাসমান অবস্থায় দেখতে পান। পরে পরিবারের লোকজন গিয়ে তাদের মরদেহ উদ্ধার করেন।
বাবু/জাহিদ