মঙ্গলবার ২২ এপ্রিল ২০২৫ ৯ বৈশাখ ১৪৩২
মঙ্গলবার ২২ এপ্রিল ২০২৫
বাবরের প্রশংসায় মুগ্ধ শোয়েব
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ২৩ সেপ্টেম্বর, ২০২২, ৯:০০ PM
বিশ্বকাপ দল ঘোষণার পরই ক্ষোভ ঝেড়েছিলেন পাকিস্তানের সাবেক পেসার শোয়েব আখতার। সেসময় তিনি বাবর আজমের খেলার ধরন নিয়েও বেশ সমালোচনা করেন। তার মতে ক্ল্যাসিক শট খেলতে গিয়ে বাবর টি-টোয়েন্টি খেলার মেজাজটাই ধরতে পারছেন না।

শোয়েব নিজের ইউটিউব চ্যানেলে প্রকাশ করা ভিডিওতে বলেছিলেন, ‘আমাদের ব্যাটিংয়ের গভীরতা নেই, এটা নিয়ে খুব দুশ্চিন্তায় আছি। আমাদের অধিনায়কও এ সংস্করণের জন্য পুরোপুরি মানানসই নয়। সে তার ক্ল্যাসিক কাভার ড্রাইভ নিয়েই ব্যস্ত। সে নিজেকে ক্ল্যাসিক দেখাতে চায়।’

এবার সেই ক্ল্যাসিক বাবরের বন্দনায় বিভোর ৩৬০ ডিগ্রি পল্টি নেওয়া শোয়েব আখতার। গতকাল বৃহস্পতিবার নিজের ইউটিউব চ্যানেলে প্রকাশ করা ভিডিওতে বাবর বলেন, ‘বিরাট কোহলি ছিল রান তাড়ায় সেরা। ওই শিল্পকে এখন আয়ত্ত করেছে বাবর। এটাই পাকিস্তানের দরকার-রান ও স্ট্রাইক রেট।’

বাবরের সাথে মোহাম্মদ রিজওয়ানও আলোচনায় আছেন। রানের ধারায় থাকলেও এই কিপার-ব্যাটসম্যানের স্ট্রাইকরেট নিয়ে চলছে চর্চা। ইংলিশদের বিপক্ষে ১০ উইকেটে জয়ের ম্যাচে জ্বলে ওঠেন তারা। রেকর্ডের পর রেকর্ড গড়ে ২০৩ রানের অবিচ্ছিন্ন জুটি গড়েন দুজন। রিজওয়ান ৫১ বলে খেলেন ৫ চার ও ৪ ছক্কায় অপরাজিত ৮৮ রানের ইনিংস। আর বাবর তো ৬৬ বলে ১১ চার ও ৫ ছক্কায় ১১০ রান করেছেন।

শোয়েব আরও বলেন, ‘দুই ওপেনার, বিশেষ করে বাবর আজম, আরও একবার দেখিয়েছে সে কেন বিশ্বের এক নম্বর। যখন সে দ্রুত রান করে, রিজওয়ানের জন্য কাজ সহজ হয়ে যায়। তারা একে অপরের পরিপূরক।’

বাবু/জাহিদ
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত