মানুষ ইতিহাস আশ্রিত। অতীত হাতড়েই মানুষ এগোয় ভবিষ্যৎ পানে। ইতিহাস আমাদের আধেয়। জীবনের পথপরিক্রমার অর্জন-বিসর্জন, জয়-পরাজয়, আবিষ্কার-উদ্ভাবন, রাজনীতি-অর্থনীতি-সমাজনীতি একসময় রূপ নেয় ইতিহাসে। সেই ইতিহাসের উল্লেখযোগ্য ঘটনা স্মরণ করাতেই আজকের বিশেষ আয়োজন-
২৩ সেপ্টেম্বর ২০২২, শুক্রবার। ০৮ আশ্বিন ১৪২৯ বঙ্গাব্দ ঘটনা
১১৮৭- সালাউদ্দিন জেরুজালেম অভিযান শুরু করেন।
১৮৩৩- নিউইয়র্কে ডেইলি সান পত্রিকা প্রথম প্রকাশিত হয়।
১৮৪৬- নেপচুন, যা কিনা সোলার সিস্টেম এর অষ্টম গ্রহ, আবিষ্কৃত হয়েছিল।
১৯৪৯- সোভিয়েত ইউনিয়ন সর্বপ্রথম পারমাণবিক বিস্ফোরণ ঘটায়।
১৯৬৫- ভারত-পাকিস্তানের মধ্যে যুদ্ধ বিরতি।
জন্ম
১৮৪৭- রাজনীতিবিদ ও সমাজসেবক আনন্দমোহন বসু।
১৯০১- নোবেল বিজয়ী চেক কবি ও সাংবাদিক জারস্লাভ সেইফেরট।
১৯০৭- কবি, সাহিত্যিক, প্রাবন্ধিক ও অধ্যাপক অজিতকুমার দত্ত।
১৯০৮- হিন্দি কবি, প্রাবন্ধিক ও শিক্ষাবিদ রামধারী সিং দিনকর।
১৯১৭- ভারতীয় জৈব ও উদ্ভিদ রসায়নবিদ অসীমা চট্টোপাধ্যায়।
১৯৪৩- ভারতীয় চলচ্চিত্র অভিনেত্রী তনুজা।
মৃত্যু
১৯১০- স্বাধীনতা সংগ্রামী ও বিপ্লবী প্রমথনাথ মিত্র।
১৯৩৯- মানসিক রোগ চিকিৎসক এবং মনস্তাত্ত্বিক সিগমোন্ড ফ্রয়েড।
১৯৭৩- নোবেলজয়ী চিলির কবি ও রাজনীতিবিদ পাবলো নেরুদা।
১৯৭৮- ভারতীয় বাঙালি পদার্থবিদ ও গণিতজ্ঞ ভূপতিমোহন সেন।
১৯৮৯- শিক্ষাবিদ, কবি ও লেখক আবু হেনা মোস্তফা কামাল। ১৯৩৬ সালের ১৩ মার্চ পাবনা জেলার বর্তমান সিরাজগঞ্জ নাগরৌহা গ্রামে জন্ম তার। ম্যাট্রিক পরীক্ষায় প্রথম বিভাগে ত্রয়োদশ স্থান এবং আইএ পরীক্ষায় প্রথম বিভাগে সপ্তম স্থান অধিকার করেন। তিনি বাংলা একাডেমির সাবেক মহাপরিচালক ছিলেন। ভাষা ও সাহিত্যে অবদানের জন্য ১৯৮৭ সালে তিনি একুশে পদকে ভূষিত হয়েছিলেন। এছাড়াও আলাওল সাহিত্য পুরস্কার, সুহৃদ সাহিত্য স্বর্ণপদক, আবদুল করিম সাহিত্যবিশারদ স্বর্ণপদক ও সা’দত আলি আখন্দ সাহিত্য পুরস্কার পেয়েছেন।
-বাবু/এসআর