সোমবার ২১ এপ্রিল ২০২৫ ৮ বৈশাখ ১৪৩২
সোমবার ২১ এপ্রিল ২০২৫
ইউক্রেনের সঙ্গে আলোচনা জরুরি জানিয়েছে রাশিয়া
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ২৩ সেপ্টেম্বর, ২০২২, ৯:৫৩ PM
ইউক্রেনের সঙ্গে আলোচনা জরুরি বলে জানিয়েছে রাশিয়া। তবে অদূর ভবিষ্যতে এই আলোচনা শুরু হতে পারে এমন কোনো লক্ষণ নেই বলেও শুক্রবার রাশিয়ার তরফ থেকে বলা হয়েছে।  অনেক মাস আগে ওই আলোচনা বন্ধের পেছনে ইউক্রেনকেই দায়ি করেছে মস্কো।

ক্রেমলিনের  মুখপাত্র দিমিত্রি পেসকভ এসব তথ্য জানান বলে রুশ সংবাদ সংস্থা তাস এক প্রতিবেদনে জানিয়েছে।

সাংবাদিকদের সঙ্গে আলাপকালে পেসকভকে জিজ্ঞাসা করা হয় বর্তমান পরিস্থিতিতে ইউক্রেনের সঙ্গে আলোচনার প্রয়োজনীয়তা আছে কি না। জবাবে তিনি বলেন, হ্যাঁ অবশ্যই। আমাদের লক্ষ্য অর্জনের জন্যই এটা প্রয়োজন। কিন্তু, আমরা আগেই বলেছি, আমরা আলোচনা প্রক্রিয়ার কোনো পূর্বশর্ত চাই না। 

-বাবু/এ.এস

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত