নীলফামারীর ডোমার উপজেলায় ৫ থেকে ১১ বছর বয়সী শিশুদের কোভিড-১৯ ভ্যাকসিনেশন ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (১১ অক্টোবর) সকালে উপজেলার শহীদ স্মৃতি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ক্যাম্পেইনের উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান তোফায়েল আহমেদ।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে ক্যাম্পেইনে উক্ত বিদ্যালয়ের ৫ থেকে ১১ বছর বয়সী শিশুদের ভ্যাকসিন প্রদান করা হয়। এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রমিজ আলম, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রায়হান বারী, এমওডিসি ডা. মনিরুজ্জামান রুকু, শিক্ষা কর্মকর্তা আমির হোসেন, উপজেলা ইন্সট্রাক্টর আকরাম হোসেন, শহীদ স্মৃতি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক খায়রুল ইসলাম সুমন, স্বাস্থ্য পরিদর্শক ইনচার্জ বেলাল উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রায়হান বারী জানান, উপজেলায় ৫ থেকে ১১ বছর বয়সী ৪৬ হাজার শিশুকে ফাইজার টিকা দেওয়া হবে। আগামী তের কর্ম দিবসে স্কুল, মাদ্রাসায় ও ঝরে পড়া শিশুদের জন্যে স্পেশাল ক্যাম্প করে টিকা প্রদান করা হবে।
বাবু/জাহিদ