মঙ্গলবার ২২ এপ্রিল ২০২৫ ৯ বৈশাখ ১৪৩২
মঙ্গলবার ২২ এপ্রিল ২০২৫
বাংলাদেশ ‘এ’ দল
ভিসা জটিলতার কারণে পেছাতে পারে ভারত সিরিজ
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ১৪ অক্টোবর, ২০২২, ১:০৩ AM
বাংলাদেশ জাতীয় দলের বাইরের প্রতিভাবান সব ক্রিকেটারদের নিয়েই ১২ অক্টোবর ভারত সফরে যাওয়ার কথা ছিল বাংলাদেশ ‘এ’ দলের। তবে সিরিজ শুরুর আগেই দুঃসংবাদ টাইগার শিবিরে।

গেল শনিবার  জানা গিয়েছিল ভিসা জটিলতার কারণে পেছাতে পারে ভারত সিরিজ। এরপর আজ (বৃহস্পতিবার) জানা গেল ভিসা জটিলতার সুরাহা না হওয়ার ‘এ’ দলের ক্রিকেটাররা খেলবেন চলতি এনসিএলের দ্বিতীয় রাউন্ডে।

বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান তানভীর আহমেদ টিটু  মোহাম্মদ মিঠুন-মুমিনুল হকদের এনসিএল খেলার বিষয়ে নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, ১৭ অক্টোবর থেকে ২০ অক্টোবর পর্যন্ত অনুষ্ঠেয় দ্বিতীয় রাউন্ডে খেলবেন তারা।

টিটু বলেন, ‘এ’ দলের ভিসা এখনো হয়নি, আরও কয়েকদিন সময় লাগবে। যে কারণে প্লেয়ারদের  রিলিজ করা হয়েছে এনসিএল খেলার জন্য। ১৭ থেকে ২০ তারিখ পর্যন্ত দ্বিতীয় রাউন্ডের ম্যাচ খেলবেন তারা। চেষ্টা করা হচ্ছে পুরো ট্যুর শিডিউল ঠিক রাখার জন্য।

তিনি বলেন, তামিলনাড়ুর সঙ্গে ফাইনাল কথা বলে বিষয়টি জানিয়ে দেওয়া হবে। এখনো ফাইনাল হয়নি। আমরা ভিসা পাওয়ার পর সঠিকভাবে বলতে পারব কয়দিন কী লাগবে। ২০ তারিখ পর্যন্ত ‘এ’ দলের ক্রিকেটাররা দেশে আছেন। তারা এনসিএল খেলবেন এটি নিশ্চিত।

চারদিনের ম্যাচের সিরিজের স্কোয়াড : মোহাম্মদ মিঠুন (অধিনায়ক), সাদমান ইসলাম, সাইফ হাসান, মাহমুদুল হাসান জয়, মুমিনুল হক, এনামুল হক (বিজয়), তৌহিদ হৃদয়, জাকের আলি অনিক, নাঈম হাসান, তাইজুল ইসলাম, সৈয়দ খালেদ আহমেদ, রেজাউর রহমান রাজা, মুকিদুল ইসলাম ও এনামুল হক।

একদিনের ম্যাচের সিরিজের স্কোয়াড : মোহাম্মদ মিঠুন (অধিনায়ক), সাইফ হাসান, এনামুল হক (বিজয়), মোহাম্মদ নাঈম শেখ, মাহমুদুল হাসান জয়, শামীম হোসেন, তৌহিদ হৃদয়, আকবর আলি, তানভির ইসলাম, শেখ মেহেদি হাসান, মৃত্যুঞ্জয় চৌধুরি, রিপন মন্ডল, মুকিদুল ইসলাম, রিশাদ হোসেন ও রেজাউর রহমান রাজা।

বাবু/এসআর
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত