বলিউড তারকা সিদ্ধার্থ মালহোত্রা ও কিয়ারা আদভানির বিয়ে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক গুঞ্জন সৃষ্টি হয়েছে। সিদ্ধার্থ তার শেরশাহ সিনেমার সহ-অভিনেত্রীর সঙ্গে ডেট করছেন বলেও গুঞ্জন রয়েছে।
সম্প্রতি ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডেকে দেওয়া সাক্ষাৎকারে এ বিষয়ে মুখ খুলেছেন সিদ্ধার্থ। এসব গুঞ্জন তাকে মোটেও প্রভাবিত বা বিরক্ত করে না বলে জানান অভিনেতা।
তিনি বলেন, আজকাল গোপন রাখা কঠিন। কারণ, কোথাও না কোথাও তা বেরিয়ে আসবেই।
গুঞ্জনের বিষয়ে সিদ্ধার্থ ইন্ডিয়া টুডেকে বলেন, এটা আমাকে বিরক্ত করে না। ১০ বছর পর এসে আমি মনে করি না যে এতে উদ্বিগ্ন হওয়ার কিছু আছে।
‘আমি যদি বিয়ে করি, আজকের দিনে এটি গোপন রাখা খুব কঠিন হবে। আমরা বুঝতে পেরেছি- কোথাও না কোথাও এটি প্রকাশ পাবে’, যোগ করেন অভিনেতা।
এদিকে, অজয় দেবগন ও রাকুল প্রীত সিংয়ের সঙ্গে তার আসন্ন ছবি থ্যাংক গডের মুক্তির জন্য প্রস্তুত হচ্ছেন সিদ্ধার্থ।
সূত্র : এনডিটিভি
বাবু/এসআর