‘হাতের পরিচ্ছন্নতায় এসে সবে এক হই’এই প্রতিপাদ্যকে সামনের রেখে চাঁপাইনবাবগঞ্জে পালিত হয়েছে জাতীয় স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবস। দিবসটি উপলক্ষে র্যালি ও আলোচনা সভার আয়োজন করেছে জেলা প্রশাসন ও জেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর।
শনিবার সকালে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরের সামনে বেলুন- ফেস্টুন উড়িয়ে র্যালির শুভ উদ্বোধন করা হয়। র্যালিটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান প্রদক্ষিণ করে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে গিয়ে আলোচনা সভায় মিলিত হয়।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জাকিউল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি’র বক্তব্য রাখেন, জেলা প্রশাসক এ কে এম গালিভ খাঁন।
স্বাগত বক্তব্য দেন, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর চাঁপাইনবাবগঞ্জ’র নির্বাহী প্রকৌশলী অমিত কুমার সরকার। আরও বক্তব্য রাখেন, এলজিইডি’র নির্বাহী প্রকৌশলী মোঃ মোজাহার আলী প্রামানিক, সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ রওশন আলী প্রমূখ।
এ সময় জেলা প্রশাসনের সহকারী কমিশনার মোঃ জুবায়ের জাহাঙ্গীর, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মোঃ তৌফিক আজিজসহ অন্যান্য দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা জানান, হাত ধোয়াকে জীবন যাপনের অংশ করে নেওয়া অর্থাৎ অভ্যস্ত করানোর লক্ষ্যে পালিত হয়ে আসছে দিবসটি। হাত ধোয়ার সুফল সম্পর্কে মানুষকে জানানো ও সাবান দিয়ে হাত ধোয়ার মাধ্যমে রোগের বিস্তার রোধ করার বিষয়ে সচেতনতা তৈরি করাই দিবসটির মূল লক্ষ্য ও উদ্দেশ্যে। এদিকে, করোনা পরিস্থিতিতে এ দিবসটির গুরুত্ব বেড়েছে। কারণ করোনা থেকে নিজেকে রক্ষায় বারবার হাত ধোয়া অত্যন্ত জরুরী।
-বাবু/এ.এস