মঙ্গলবার ২২ এপ্রিল ২০২৫ ৯ বৈশাখ ১৪৩২
মঙ্গলবার ২২ এপ্রিল ২০২৫
জারি সারি গানে মুখর পৌলী নদী
কালিহাতীতে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত
সোহেল রানা, কালিহাতী (টাঙ্গাইল)
প্রকাশ: শনিবার, ১৫ অক্টোবর, ২০২২, ৯:৫২ PM
পৌলী নদীর তীরে সারি সারি নৌকা। রং বেরঙের পোশাক পরা মাঝিমাল্লা। তাঁরা গাইছেন জারি, সারি গান। জনসমাগমে মুখর নদীর পাড়। চলছে নৌকাবাইচ। নদীর তীরজুড়েই উচ্ছ্বসিত মানুষের ভিড়।

শনিবার (১৫ অক্টোবর) বিকেলে টাঙ্গাইলের কালিহাতী উপজেলার মহেলা গ্রামবাসীর উদ্যোগে মহেলা-পৌলী নদীতে অনুষ্ঠিত হয়ে গেল গ্রাম বাংলার ঐতিহ্যবাহী এ নৌকা বাইচ।

এ সময় হাজার হাজার মানুষের উপস্থিতিতে উৎসবের আমেজের মধ্য দিয়ে সন্ধ্যায় এ নৌকা বাইচ সম্পন্ন হয়। বিভিন্ন বয়সের মানুষ নদীর দু’পাড়ে দাঁড়িয়ে নৌকা বাইচ উপভোগ করেন।

এ দিন দুপুর থেকে নানা বর্ণে ও বিচিত্র সাজে সজ্জিত দৃষ্টি নন্দন নৌকাগুলো তুমুল বাইচ শুরু করে। সন্ধ্যা পর্যন্ত চলে একের পর এক কুচ বা ছোপ। বিভিন্ন বাদ্যযন্ত্রের তালে জারি সারি গান গেয়ে এবং নেচে - হেঁইও হেঁইও রবে বৈঠার ছলাৎ-ছলাৎ শব্দে এক অনবদ্য আবহ সৃষ্টি হয়। দুকূলে দাঁড়িয়ে থাকা হাজার হাজার মানুষের হৃদয়ে জাগে দোলা। মাল্লাদের সাথে সমবেত হন অগনিত সমর্থক ও দর্শক। কেউ আবার ছোট নৌকা ভাড়া করে পরিবার পরিজন নিয়ে নদীর বিভিন্ন স্থানে জমায়েত হন। নৌকা বাইচ উপলক্ষে নদীর দুধারে বিভিন্ন দোকানও বসে। তাঁরাও উৎসাহ দেন বাইচে।

আয়োজিত এ নৌকা বাইচে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, স্থানীয় সংসদ সদস্য হাছান ইমাম খান সোহেল হাজারী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আনছার আলী বি.কম, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন মোল্লা।

এসময় নৌকা বাইচ পরিচালনা কমিটির সভাপতি জমির উদ্দিন আমিরী'র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এবং এলেঙ্গা পৌরসভার কাউন্সিলর আ. বারেকের সঞ্চালনায় সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আখতারুজ্জামান, কালিহাতী পৌরসভার মেয়র মোহাম্মদ নুরুন্নবী সরকার, এলেঙ্গা পৌরসভার সাবেক মেয়র শাফি খান, এলেঙ্গা পৌর আওয়ামীলীগের সভাপতি তোফাজ্জল হোসেন তুলা, সাধারণ সম্পাদক আনিছুর রহমান মোল্লা, উপজেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক শাহ আলম মোল্লা, উপজেলা শ্রমিকলীগের সাধারণ সম্পাদক হাবিল উদ্দিনসহ অন্যান্য অতিথিবৃন্দ।

নৌকা বাইচ প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেন, কালিহাতী উপজেলার গোহালিয়াবাড়ী ইউনিয়নের একতা ক্লাবের নৌকা, দ্বিতীয় স্থান অর্জন করেন একই উপজেলার বঙ্গবন্ধু সেতু পূর্ব থানা এলাকার নিউ হীরার তরী নৌকা এবং তৃতীয় স্থান অর্জন করেন সিরাজগঞ্জ জেলার বেলকুচি উপজেলার প্রথম আলো নৌকা।

পরে প্রথম স্থান অর্জনকারী বাইচ দলের হাতে প্রথম পুরস্কার হিসেবে একটি মোটরসাইকেল, দ্বিতীয় পুরস্কার হিসেবে একটি ফ্রিজ এবং তৃতীয় পুরস্কার হিসেবেও একটি ফ্রিজ বাইচ দলগুলোর হাতে তুলে দেন উপস্থিত অতিথিবৃন্দ।

-বাবু/এ.এস

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত