মঙ্গলবার ২২ এপ্রিল ২০২৫ ৯ বৈশাখ ১৪৩২
মঙ্গলবার ২২ এপ্রিল ২০২৫
ফেনসিডিলসহ নাটোর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের পিয়ন সহ আটক - ৩
মোতালেব হোসেন, নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ১৫ অক্টোবর, ২০২২, ১১:১৫ PM

নাটোর পৌরসভার ২ নং ওয়ার্ডের ঝাউতলা মোড়ে, গোপন সংবাদের ভিত্তিতে, ‘রাজু সেনেটারী’দোকান থেকে ফেনসিডিলসহ ৩ জনকে আটক করেছে ডিবি পুলিশ।

শনিবার (১৫ অক্টোবর) সন্ধ্যায় এ অভিযান পরিচালনা করে ফেনসিডিলসহ তিনজনকে আটক করা হয়। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক এলাকাবাসী জানায়, রাজু সেনেটারী‘র এই দোকানে দীর্ঘদিন ধরে মাদকের আড্ডা বসে প্রতিদিন। সন্ধ্যার পরে বিভিন্ন এলাকার মানুষ এখানে বসে থাকতে দেখা যায়। বিক্রেতা ও সরবরাহকারীদের, আইনের আওতায় আনার দাবি জানান তারা।

জেলা গোয়েন্দা শাখার অফিস ইনচার্জ এস এম আবু সাদাদ জানান, ‘গোপন সংবাদের ভিত্তিতে ঝাউতলা মোড় এলাকা থেকে ফেনসিডিল সেবনরত অবস্থায় তিনজনকে হাতেনাতে আটক করা হয়েছে। আটককৃতরা হলেন ঝাউতলা মোড় এলাকার রাজু সেনেটারী এর মালিক মো. রাজু (৩১) নাটোর সরকারি বালিকা বিদ্যালয়‘এর অফিস সহকারী, মো. মামুনুর রশিদ (৩৫) এবং শক্তি ফাউন্ডেশন, নাটোর জেলা শাখার ম্যানেজার, পঙ্কজ কুমার মন্ডল (৩০)। তাদের কাছ থেকে ৬ বোতল ফেনসিডিল ও খালি দুই বোতল উদ্ধার করা হয়েছে। তাদেরকে ডোপ টেস্টের জন্য নাটোর আধুনিক হাসপাতালে পাঠানো হয়েছে এবং মামলার প্রস্তুতি চলছে।’

-বাবু/এ.এস

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত