মঙ্গলবার ২২ এপ্রিল ২০২৫ ৯ বৈশাখ ১৪৩২
মঙ্গলবার ২২ এপ্রিল ২০২৫
নেত্রকোনায় কথা সাহিত্যিক খালেকদাদ চৌধুরীর ৩৭ তম মৃত্যুবার্ষিকী পালিত
সোহেল খান দূর্জয় নেত্রকোনা
প্রকাশ: রবিবার, ১৬ অক্টোবর, ২০২২, ১০:২৭ AM

সাহিত্য চেতনার অগ্রপথিক, নেত্রকোণার 'উত্তর আকাশ'-এ জ্বেলেছিলেন যে দীপ তিনি সর্বজন শ্রদ্ধেয় কথাসাহিত্যিক, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক,বাংলা একাডেমি পুরষ্কার প্রাপ্ত মরহুম খালেকদাদ চৌধুরী। তাঁর ৩৭ তম মৃত্যু(১৬ অক্টোবর) রবিবার বার্ষিকী পালিত হয়েছে।

এ উপলক্ষ্যে খালেকদাদ চৌধুরী সাহিত্য সংসদ কেন্দ্রীয় কমিটি নানা কর্মসূচি গ্রহণ করেছে।সকাল ১১ টায় মরহুমের  সমাধিস্হলে পুষ্পস্তবক অর্পণ, বাদ আছর কেন্দ্রীয় জামে মসজিদে মিলাদ মাহফিল, সন্ধ্যা ৬ ঘটিকায় তাঁরই হাতে গড়া প্রতিষ্ঠান নেত্রকোণা সাধারণ গ্রন্থাগারে স্মরণ সভা অনুষ্ঠিত হয়।

খালেকদাদ চৌধুরী ১৯০৭ সালে ১৬ অক্টোবর নেত্রকোণার মদন উপজেলার চানগাঁও, তার মাতুলালয়ে জন্মগ্রহণ করেন। ১৯২৪ সালে নেত্রকোণার দত্ত উচ্চ বিদ্যালয় থেকে ম্যাট্রিক ও ১৯২৬ সালে কলকাতা রিপন কলেজ থেকে আই এ পাস করেন। পরে কলকাতা ইসলামিয়া কলেজে ইংরেজিতে অনার্স ভর্তি হন।১৯২২ সালে কলকাতা থেকে প্রকাশিত কবি বন্দে আলী মিয়া সম্পাদিত 'বিকাশ' পত্রিকায় তাঁর লিখা প্রথম কবিতা প্রকাশিত হয়।

কলকাতা কর্পোরেশনের একটি স্কুলে অল্পসময় শিক্ষকতা করার পর ১৯৪১ সালে তথ্য অফিসার হিসেবে সরকারি চাকুরীতে যোগদান করেন। ১৯৪১ সালে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম সম্পাদিত 'দৈনিক নবযুগ' পত্রিকার শিশু বিভাগ সম্পাদনা করতেন।

১৯৬১ সালে সরকারি চাকুরী ইস্তফা দিয়ে সাহিত্য চর্চায় মনোনিবেশ করেন তিনি। সে সময় নেত্রকোণা থেকে 'উত্তর আকাশ' নামে মাসিক সাহিত্য পত্রিকা বের করেন।তাঁর সম্পাদিত বহুল আলোচিত 'উত্তর আকাশ' সাহিত্য পত্রিকা কে কেন্দ্র করে সে সময় নেত্রকোণায় গড়ে উঠেছিল কবি,সাহিত্যিক ও সাংবাদিকদের মিলন মেলা।এ পত্রিকায় সাহিত্য চর্চা করে প্রতিষ্ঠিত হয়েছেন কবি নির্মলেন্দু গুণ,কবি হেলাল হাফিজ,রফিক আজাদ,জীবন চৌধুরী, শান্তিময় বিশ্বাসসহ অনেক কবি-সাহিত্যিক। ১৯৬৯ সাল পর্যন্ত পত্রিকা টি চালু ছিল। শিশু- কিশোরদের বই পড়ার অভ্যেস ও আলোকিত মানুষ গড়ার লক্ষ্যে তাঁর একান্ত  চেষ্টায় গড়ে তোলেন নেত্রকোণা সাধারণ গ্রন্থাগার। 'সৃজনী' নামে আরেকটি সাহিত্য পত্রিকাও সম্পাদনা করতেন তিনি। তাঁর লেখা ও প্রকাশিত অনেক বইয়ের মধ্যে 'রক্তাক্ত অধ্যায়', 'একটি আত্মার অপমৃত্যু', 'এ মাটি রক্তে রাঙ্গা' এবং শতাব্দীর দুই দিগন্ত উল্লেখযোগ্য। মরুসাহারা',' বাহার -ই- স্তান -ই- গায়েবী' ও' ওরসে কারবালা', বেদুইনের মেয়ে নামীয় বইয়ের অনুবাদক তিনি।

বাংলা সাহিত্যে অসামান্য অবদানের স্বীকৃতি স্বরুপ বাংলা একাডেমি ১৯৮৩ সালে তাঁকে বাংলা একাডেমি পুরষ্কারে ও ২০১৮ সালে একুশে পদকে ভূষিত করে।

১৯৮৫ সালের ১৬ অক্টোবর নেত্রকোণার এই কৃতি সন্তান ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেন। সৃজনশীল সাহিত্য চর্চার বিকাশ ও কথা সাহিত্যিক খালেকদাদ চৌধুরী সাহিত্য কর্ম নবপ্রজন্মের সামনে তুলে ধরতেই নেত্রকোণা সাহিত্য সমাজ ১৪০৩ সাল থেকে ১লা ফাল্গুন বসন্তকালীন সাহিত্য উৎসব ও খালেকদাদ চৌধুরী সাহিত্য পুরষ্কার প্রদান করে আসছে।

-বাবু/এ.এস

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত