মঙ্গলবার ২২ এপ্রিল ২০২৫ ৯ বৈশাখ ১৪৩২
মঙ্গলবার ২২ এপ্রিল ২০২৫
মাদক ব্যবসা করে প্রচুর টাকার স্বপ্ন দেখা নারী ইয়াবাসহ আটক ২
সাইফুল ইসলাম, টেকনাফ প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ১৬ অক্টোবর, ২০২২, ১১:২৫ AM

কক্সবাজার জেলার টেকনাফ থানাধীন সদর ইউপিস্থ নতুন পল্লানপাড়া সাকিনন্থ পলিটেকনিক্যাল স্কুল এন্ড কলেজের সামনে অভিযান পরিচালনা করে ৮ হাজার পিস ইয়াবাসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১৫। আটক ব‍্যক্তি হলেন, টেকনাফ সদর মাঠ পাড়া এলাকার মমতাজের ছেলে মোহাম্মদ জুবাইর।

শনিবার (১৫ অক্টোবর) সন্ধ্যায় গণমাধ্যমে এ তথ‍্য নিশ্চিত করে র‍্যাব ১৫ জানান, গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব ১৫ এর একটি আভিযানিক দল শনিবার সময় রাত দেড়টার সময় টেকনাফ থানাধীন সদর ইউপিস্থ নতুন পল্লানপাড়া পলিটেকনিক্যাল এর দক্ষিন পাশে জনৈক ওসমানিয়া মোদি দোকান এর সামনে টেকনাফ হইতে পর্য়টন বাজারগামী বিজিবি রোডস্থ পাঁকা রাস্তার নিকটে অভিযান পরিচালনা করে একজন মাদক ব্যবসায়ীকে আটক করে। 

উপস্থিত সাক্ষীদের সম্মুখে আটককৃত ব্যক্তির দেহ তল্লাশী করে তার হাতে থাকা সাদা রংয়ের শপিং ব্যাগের ভেতর হতে সর্বমোট ৮ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয় এবং তার সাথে থাকা সহযোগী একই এলাকার ইলিয়াস পালিয়ে যায়।

আটক পরবর্তী প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃত ব্যক্তির কাছে আরও জানা যায় যে, ধৃত ব্যক্তি ও পলাতক আসামীসহ পরস্পর যোগসাজসে দীর্ঘদিন যাবৎ ইয়াবা ট্যাবলেট টেকনাফ হতে সংগ্রহ করিয়া টেকনাফ-কক্সবাজার এর বিভিন্ন জায়গায় বিক্রয়ের উদ্দেশ্যে তাদের নিজ হেফাজতে রেখেছিল।উপরোল্লিখিত ইয়াবাসহ র‌্যাব-১৫ এর আভিযানিক দলের কাছে ধৃত হয়। 

এদিকে টেকনাফ থানাধীন সাবরাং ইউপিস্থ মন্ডল পাড়া সাকিনস্থ এলাকায় অভিযান পরিচালনা করে ১৪ হাজার ৬শ পিস ইয়াবাসহ একজন মাদক ব্যবসায়ী মহিলাকে আটক করে র‌্যাব-১৫।আটক শামসুন নাহার মাদক ব্যবসা করে অঢেল সম্পদের স্বপ্ন দেখেন, ও প্রচুর পরিমাণ টাকার মালিক হতে চেয়েছিলেন। সাবরাং ইউপির মন্ডল পাড়ার আব্দুল নবীর মেয়ে শামসুন নাহার(৩৫)।

উদ্ধারকৃত মাদকদ্রব্যসহ গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজুর জন্য কক্সবাজার জেলার টেকনাফ মডেল থানায় লিখিত এজাহার দাখিল করা হয়েছে।

-বাবু/এ.এস

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত