বৃহস্পতিবার ২৪ এপ্রিল ২০২৫ ১১ বৈশাখ ১৪৩২
বৃহস্পতিবার ২৪ এপ্রিল ২০২৫
ময়মনসিংহে বিএনপির ৪০০ নেতাকর্মীর নামে পুলিশের মামলা
ময়মনসিংহ ব্যুরো
প্রকাশ: রবিবার, ১৬ অক্টোবর, ২০২২, ১২:০১ PM

ময়মনসিংহে বিএনপির বিভাগীয় সম্মেলনের দিন আওয়ামীলীগ-বিএনপি দাওয়া পাল্টা পাল্টা ধাওয়ায় পুলিশের তিন সদস্যসহ আওয়ামীলীগ নেতাকর্মী আহত হওয়ার ঘটনায় বিএনপির অন্তত ৪০০ নেতাকর্মীর নামে পুলিশ বাদী হয়ে মামলা করেছে।

শনিবার (১৫ অক্টোবর) দিবাগত রাত দুইটার দিকে পুলিশের উপ-পরিদর্শক জহিরুল ইসলাম বাদী হয়ে ২৩ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাত ৩৫০ থেকে ৪০০ জনকে আসামী করে কোতোয়ালী মডেল থানায় মামলা করেন।

কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ কামাল আকন্দ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, শনিবার বিএনপির সমাবেশ হয়েছে পলিটেকনিক ইনস্টিটিউট মাঠে। সেখান থেকে বিএনপির নেতাকর্মীরা মিছিল করে স্টেশন চত্বর এলাকায় আওয়ামীলীগের অবস্থা কর্মসুচি হামলা, রাস্তায় জনগনের চলাচলে বাধা, পুলিশের উপর হামলা, পুলিশের কাজে বাধা, তিন পুলিশ সদস্য আহত হওয়ার ঘটনায় মামলা করা হয়েছে। এছাড়াও আওয়ামীলীগের কয়েকজন নেতা আহত হয়েছেন। এসব নিয়ে তদন্ত হচ্ছে। পরে আরও বিস্তারিত জানানো হবে বলেও জানান তিনি।

এর আগে গতকাল শনিবার বিকালে ময়মনসিংহ জেলা ও মহানগর আওয়ামী লীগ নেতারা অবস্থান কর্মসুচি পালন করার জন্য রেলওয়ে স্টেশন কৃষ্ণচূড়া চত্ত্বরে অবস্থান কর্মসূচি পালনের জন্য জমায়েত হয়। এতে ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুলের নেতৃত্বে জেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ অংশ গ্রহণ করেন।

বিকালের দিকে ময়মনসিংহ পলিটেকনিক ইনস্টিটিউটের মাঠে বিএনপির বিভাগীয় সমাবেশ থেকে কয়েক শ নেতা-কর্মী নগরীর বাঘমারা এলাকা দিয়ে রেলওয়ে স্টেশনে প্রবেশের সময় আওয়ামী লীগ নেতা কর্মীদের সাথে মুখোমুখি হলে দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় ধাওয়া পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপে পুলিশের এক উপপরিদর্শক ও এক আওয়ামীলীগ নেতা আহত হয়। পরে পুলিশ টিআর সেল নিক্ষেপ করে দুই পক্ষকে ছত্রভঙ্গ করে দেয়।

-বাবু/এ.এস

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত