বেনাপোল স্থল বন্দর এলাকায় ট্রাকের চাকায় পিষ্ঠ হয়ে শ্যাম সুন্দর (৪৫) নামের এক ভারতীয় ট্রাক চালকের মৃত্যু ঘটেছে। ঘটনাস্থল হতে পোর্ট থানা পুলিশ লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করেছেন।
সে ভারতের মাথুরা ওসি কেলন গ্রামের কেজি রাম সুন্দরের ছেলে বলে জানা গেছে। এ ঘটনায় পুলিশ ঘাতক চালক ইশানুরসহ ট্রাকটি আটক করেছেন।
রবিবার (১৬ অক্টোবর) সকাল ৬-৩০ মিনিটের সময় বেনাপোল স্থল বন্দরের ৫ নং গেটের সম্মুখে প্রধান সড়কের রপ্তানিকৃত মালবাহী (কুষ্টিয়া-ট -১১-১০৭৪ নন্বার) ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলে মারা যায় ঐ ভারতীয় ট্রাক ড্রাইবার।
প্রত্যাক্ষদর্শীরা জানান, নিহত ট্রাক চালক যশোর-কোলকাতা মহাসড়কের উপর গাড়ী রেখে রাস্তা পারহওয়ার সময় যশোরমূখী দ্রুতগামী ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান।
বেনাপোলের পোর্টথানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি ) মোঃ কামাল হোসেন ভুইয়া ঘটনাস্থান পরিদর্শন করে গনমাধ্যম কর্মীদের জানান,মৃত ব্যাক্তির পরিচয় মিলেছে।সে একজন ভারতীয় ট্রাক চালক। এ ঘটনায় বেনাপোল পোর্টথানা পুলিশ প্রয়োজনীয় সকল পদক্ষেপ গ্রহণে সচেষ্ঠ রয়েছে।
-বাবু/এ.এস