চলতি অক্টোবর মাসে সারাদেশে ১০০টি সেতু চালু হচ্ছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এর মধ্যে ৫০টিরও বেশি সেতু চট্টগ্রামে। আজ রবিবার (১৬ অক্টোবর) সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে প্রেস ব্রিফিংয়ে তিনি এই কথা জানান।
ওবায়দুল কাদের বলেন, এমআরটি লাইন-৬ (ঢাকা মেট্রোরেলের একটি রেলপথ) এর প্রথম ফেইজ এবং কর্ণফুলী টানেলের উদ্বোধন হবে এ বছরের শেষে।
তিনি বলেন, খাবার নিয়ে বিপদে পড়ার কোনও আশঙ্কা নেই। এরপরও সরকার আগাম সতর্ক আছে।
বাংলাদেশ সফররত ব্রুনাইয়ের সুলতানের সঙ্গে তেল ও গ্যাস আমদানির বিষয়ে আলোচনা হবে এবং ব্রুনেই থেকে এই দুই জ্বালানি পাওয়ার বিষয়ে পজিটিভ কিছু হবে, তিনি উল্লেখ করেন।
সেতুমন্ত্রী আরও বলেন, রিজার্ভ যা আছে তা দিয়ে আগামী পাঁচ-ছয় মাস চলতে পারবে দেশ। রেমিট্যান্স বাড়ানোর চেষ্টা করা হচ্ছে।
-বাবু/এ.এস